শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্ষয়ের দাপট বাড়ছে, পিছিয়ে পড়ছেন সালমান

মুসফিরাহ হাবীব : একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন বলিউড তারকা অক্ষয় কুমার। অন্যদিকে, হিটের দৌঁড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়ছেন বলিউড সুপারস্টার সালমান খান। অন্তত সম্প্রতি দুই তারকার মুক্তি পাওয়া কয়েকটি ছবির ব্যবসার তুলনামূলক হিসাব থেকে তেমন আভাসই মিলছে।

গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল সালমানের ‘দাবাং থ্রি’ কিন্তু প্রথম দিনের কালেকশন সালমানের শেষ কয়েকটি ছবির নিরিখে সবচেয়ে কম। এনআরসি (নাগরিকপঞ্জী) এবং সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন)-এর জন্য ভারতজুড়ে প্রতিবাদের জেরে ব্যবসা মার খেয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। আসলেই ব্যাপারটি সেরকম কিনা তা নিয়ে ধন্দ্ব আছে। কারণ, ওই ছবির এক সপ্তাহ পর মুক্তি পাওয়া ‘গুড নিউজ়’ কিন্তু অক্ষয়কুমারের জন্য বছর শেষেও সুখবরের ধারা অক্ষুণ্ণ রেখেছে।

গত বছর মুক্তি পেয়েছে অক্ষয়ের ৪টি ছবি- ‘কেশরী’, ‘মিশন মঙ্গল’, ‘হাউসফুল ফোর’, ‘গুড নিউজ়’। শেষ ছবিটি এখনও হলে চলছে। ‘কেশরী’ খুব বেশি হিট না হলেও ক্ষতি পুষিয়েছে ‘মিশন মঙ্গল’ ও ‘হাউসফুল ফোর’-এর ব্যবসা। ‘গুড নিউজ়’ একশো কোটির ক্লাবে সদ্য পা রেখেছে। অক্ষয়ের ৪টি ছবি চার ভিন্ন ঘরানার। প্রোপাগান্ডা ছবি করে তিনি সমালোচিত হলেও বক্স অফিসে তা হিট হয়। ‘হাউসফুল ফোর’-এর মতো বস্তাপচা কমেডিও ভালো ব্যবসা করেছে। ফলে সাফল্যের সিংহভাগই খিলাড়ি কুমারের।

গত দু’বছরের মতো এ বছরেও অক্ষয়ের এই দাপট দেখে হতবাক হয়েছেন অভিনেতা নিজেই। হতবাক হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও। যে ফর্মুলার ছবি অক্ষয়ের ক্ষেত্রে চলছে, তা সালমনের কেন চলছে না- এমনই প্রশ্ন দেখা দিয়েছে। তবে সালমানের ভক্তসংখ্যায়ভাটা পড়েনি, তবুও তার সফল ফ্র্যাঞ্চাইজ়িও কেন মার খাচ্ছে? এ বছর ‘দাবাং থ্রি’ ছাড়া সলমনের রিলিজ় ছিলো ‘ভারত’। ছবিটি গত বছরের ‘রেস থ্রি’র মতো খারাপ না হলেও, যতোটা আশা ছিলো ততোটা ভালো করতে পারেনি। সালমানের শেষ বাম্পার হিট ছিলো ২০১৭ সালে মুক্তি পাওয়া টাইগারের সিকুয়েল।

অ্যাকশন-কমেডি হিরোর তকমা ছেড়ে অক্ষয় ‘অল ইন ওয়ান’ প্যাকেজ হয়ে উঠেছেন কিন্তু সালমান তা করতে রাজি নন। অক্ষয়ের বৈচিত্রে আপত্তি নেই। তবে, সালমান তার ক্যাম্পের বাইরে কাজ করেন না। নতুন এন্ট্রিতে তিনি আগ্রহী নন। তাছাড়া, সালমানের ইগোর কারণেও অনেক বড় প্রজেক্ট তার হাতছাড়া হয়েছে, যে ছবি দিয়ে তিনি ছক ভাঙতে পারতেন। ফলে একই ফর্মুলায় ছবি করেও দুই তারকা ফল পাচ্ছেন আলাদা। পিছিয়ে পড়ছেন সালমান। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়