শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের যুদ্ধবিমান প্রস্তুত, সতর্ক ব্যালিস্টিক মিসাইল বেসগুলো

ইয়াসিন আরাফাত : শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের আল-কুদস বাহিনীর প্রধান,  জেনারেল কাসেম সোলায়মানি নিহত হওয়াকে কেন্দ্র করে ২ দেশের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই হত্যাকান্ডের জন্য চরম মুল্য দিতে হবে দেশটির পশ্চিম অঞ্চলের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। এছারা ইরানের সকল পরমানু ক্ষেপণাস্ত্র সংরক্ষিত বেসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে জানায়, ইরানের পশ্চিম আকাশে যুদ্ধবিমানের মহড়া চলছে। যুদ্ধবিমান সতর্ক অবস্থানে থেকে পাহারা দিচ্ছে। জিরোহেডয ডট কম

এদিকে এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের হঠকারিতার পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরিফ এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তোমরা কড়া জবাবের জন্য অপেক্ষা করো।’ সোলায়মানির রক্তের বদলা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।

ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তার মিত্র দেশগুলোর সঙ্গে নতুন করে ইরানের উত্তেজনা ওই অঞ্চলে ব্যাপক সংঘাত ও রক্তপাতের সূচনা করতে পারে। এছাড়া আশঙ্কা করা হচ্ছে এই সংঘাত ছড়িয়ে পরলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়