শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাওনা টাকার জের ধরে টেকনাফে রোহিঙ্গা দায়ের কোপে রোহিঙ্গা নিহত

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে পুটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাওনা ১২০০ টাকার জেরধরে এক রোহিঙ্গার দায়ের কোপে মোহাম্মদ আবু তৈয়ব(৩৫)নামের আরেক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।নিহত ব্যক্তি উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে এবং পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি-৩ ব্লকের ১৩২১ নম্বর কক্ষে বাসিন্দা বোন হাসিনা বেগমের বাসায় বসবাস করছিলেন।শুক্রবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-৩ ব্লকের বাসিন্দা রশিদ আহমদের ছেলে ছৈয়দুল আমিন ও নিহত মোহাম্মদ আবু তৈয়ব সম্পকে তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।তৈয়বের কাছ থেকে ১২০০টাকা পাওনা ছিলেন সৈয়দুল।টাকার জের ধরে কথা কথাকাটাকাটির হয় তাদের মধ্যে।কিছুক্ষণ পরে সৈয়দুল দা নিয়ে এসে তৈয়বের ঘাঁড়ের উপর দিয়ে কোপ দেয়।সেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে ছৈয়দুল পালিয়ে যান।পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে থানা পুলিশের একদল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন,অভিযুক্ত ব্যক্তিকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়