শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেধাবীরা যখন দুর্নীতিবাজদের কাছে ধরাশায়ী রাষ্ট্র তখন অকর্মণ্যদের নিয়ে সমাজ তৈরি করে আর ঠিক তখনই রাজনীতিবিদরা গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখায়

আরিফ মাহবুব : সবকিছুই সহ্য করা যায়, সংসারে অভাব থাকেলেও অভাবের সঙ্গে লড়াই করা যায়, প্রাকৃতিক দুর্যোগের পরও নতুন করে ফসল ফলানো যায়। কিন্তু মানবতা যখন চরম বিপর্যয়ের মুখে আইনের শাসন তখন অন্ধকারে মুখ লুকায়, মানবিক মানুষ সমাজ থেকে হারিয়ে যেতে থাকে, মেধাবীরা যখন দুর্নীতিবাজদের কাছে ধরাশায়ী রাষ্ট্র তখন অকর্মণ্যদের নিয়ে সমাজ তৈরি করে আর ঠিক তখনই রাজনীতিবিদরা গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আওয়ামী লীগের ২১তম সম্মেলনে মানুষের সকল ধরনের আশা ভরসা আজ হতাশায় পরিণত হয়েছে, দুর্নীতি আর শুদ্ধি অভিযানের যতোটা হম্বিতম্বি শোনা গেছে তার বিন্দুমাত্র এই সম্মেলনে প্রতিফলিত হয়নি। স্বয়ং দলের অনেক তৃণমূল নেতারাই আজ হতাশায় নিমজ্জিত। ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন’ আর উন্নয়নের প্রতীক পদ্মা সেতু দিয়ে মানুষকে আর কতোদিন ভুলিয়ে রাখা যাবে?

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি সংস্থা তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ২০১৫ সালে ৫৯০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। সোজা কথায় বলতে হয় বাংলাদেশ এখন চরম দুর্নীতিগ্রস্ত, অসৎ, নীতিভ্রষ্ট একটি দেশ। বাংলাদেশের ছয়টি জাতীয় দৈনিকের শিশু বিষয়ক সংবাদগুলো পর্যালোচনা করলে ২০১৮ সালের বাংলাদেশের শিশু পরিস্থিতির একটি ভয়াবহ চিত্র ফুটে ওঠে, মানুষের মনে দুঃখ না দিতে কতোজন শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে সেই পরিসংখ্যানটা এখানে উল্লেখ করছি না। তবে একটা কথা পরিষ্কারভাবেই বলতে চাই যে ধর্ষণের পর হত্যা ও হত্যার চেষ্টার প্রবণতা সমাজে এখন ব্যাধির আকারে রূপ পেয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের শেষ নেই, কিন্তু বর্তমান গ্লোবালাইজেশনের যুগে এ ধরনের বিতর্ক উপেক্ষা শুধু বোকারাই করতে পারে। শুধু বিএনপির মতো একটি দলকে মানুষ যেকোনো প্রকারেই ক্ষমতায় দেখতে চায়নি বলেই এই একদশ জাতীয় নির্বাচন নিয়ে জনগণ ভেতরে হতাশা থাকলেও সব কিছুই সহ্য করে নিয়েছে।

এতো কিছুর পরও মানুষের আশা ছিলো যে বাংলাদেশের প্রাচীনতম গণতান্ত্রিক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২১তম সম্মেলনের মাধ্যমে অপশাসন ও দুর্নীতি রোধে আশার আলো দেখাবে, কিন্তু তা আর হলো কোথায়। দলের সম্পাদক সাহেব দীর্ঘদিন যাবৎ দলের ভেতর অনুপ্রবেশকারী ঠেকাতে কার্যকারী কোনোই পদক্ষেপ না নিয়ে ‘ফার্মের মুরগি’, ‘কাউয়া’, ‘হাইব্রিড’ ও ‘বসন্তের কোকিল’ জাতীয় কিছু উদ্ভট শব্দের জন্ম দিয়েছেন, সুযোগ বুঝে আইনকে নিজের হাতে তুলে নিয়ে সরকারি কর্মকর্তা আর সিএনজিচালকদের চড় থাপ্পড় দিয়েছেন, আবার ক্ষমাও চেয়েছেন।

রাষ্ট্রপ্রধান এবারের সম্মেলনেও আদেশ, নির্দেশ আর হুঁশিয়ারি দিয়ে গেলেন, কিন্তু এসব আদেশ আর নির্দেশনায় বিগত ১১ বছরেও খুব যে একটা ফল পেয়েছে জনগণের কাছে তা কিন্তু মনে হয়নি। অনেক বাধা-বিপত্তি থাকার পরও দুর্নীতি দমন বিভাগ ভালো কিছু কাজ করলেও বিভাগের উপপরিচালক নিজেই দুর্নীতির অভিযোগে আক্রান্ত হয়েছেন। মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়ে চরম অপমান করেও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী কি করে এখন পর্যন্ত টিকে আছেন তা এক বিস্ময়। ৭৫-এর পর আমার বাবা বলেছিলেন, দেখিস এই দেশে রাজাকাররাই একদিন মুক্তিযোদ্ধা হবে আর ৭১-এ রাষ্ট্রবিরোধী কর্মকা-ের অভিযোগে দুয়েকজন মুক্তিযোদ্ধাকেও ফাঁসিতে ঝোলানো হবে, কারণটা খুবই স্পষ্ট যে কিছুদিন আগেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিবসহ ৩৫ জন ভুয়া মুক্তিযোদ্ধাকে সরকারি কর্ম থেকে বহিষ্কার করা হয়েছিলো। সরষের ভেতর কতো ভূত আছে সেটা কোনোদিনই জানা হবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়