আমার সংবাদ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে দাঁড়িয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মেয়র প্রার্থী আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ। তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
হলফনামায় জানা গেছে, বাংলাদেশ কংগ্রেসের মেয়র প্রার্থী আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহর কোনো বার্ষিক আয় নেই। তিনি পুরোপুরি বেকার।
তবে শিক্ষাগত যোগ্যতায় জানা গেছে, আয়াতুল্লাহ বিএ পাস। তার ৫ ভরি সোনাসহ নগদ টাকা আছে ২ লাখ ৫০ হাজার টাকা, ১৫০ মার্কিন ডলার এবং ব্যাংকে রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া তার একটি টেলিভিশন, খাট, আলমারি ও শোকেস রয়েছে। তার স্ত্রীর সম্পত্তির মধ্যে রয়েছে নগদ ৫০ হাজার টাকা ও ১০ ভরি সোনা। এছাড়া আয়তুল্লাহর কোনো দায়-দেনা নেই। তার বিরুদ্ধে কোনো মামলাও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
পেশা জীবনে লেখক আয়াতুল্লাহ ২০১৫ সালের অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তিনি ‘লাউ’ প্রতীক নিয়ে ৩৬২ ভোট পান। এর আগে তিনি অবিভক্ত ঢাকা সিটির একটি ওয়ার্ডের কাউন্সিলর পদেও নির্বাচন করেছিলেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকার দুই সিটি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।
দক্ষিণ সিটির মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজি সাইফুদ্দিন আহম্মেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আবদুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।