শিরোনাম

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ দলকে উড়িয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

রাকিব উদ্দীন : ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে বসুন্ধরা কিংস। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পুলিশ এফসিকে হারায় বসুন্ধরা। ম্যাচে একটি করে গোল করেন তপু বর্মণ, কলিন্দ্রেস ও নিকোলাস দেলমন্ত।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ পুলিশ এফসিকে চেপে ধরে বসুন্ধরা কিংস। দুর্দান্ত আক্রমনে ১২তম মিনিটে এগিয়ে যেতে পারতো বসুন্ধরা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় কলিন্দ্রেসের করা গোলটি। তবে ১৬মিনিটে ঠিকই এগিয়ে যায় অস্কার ব্রুজোনের শিষ্যরা। ডি-বক্সে ফাউলের শিকার হন কলিন্দ্রেস। ফলে পেনাল্টি পায় বসুন্ধরা। আর তা থেকে গোল আদায় করে নেন তপু বর্মণ। ১-০ তে এগিয়ে থেকে প্রধমার্থ শেষ করে বসুন্ধরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক থাকে এগিয়ে থাকা বসুন্ধরা। ৪৯ মিনিটে কলিন্দ্রেসের গোলে স্কোরলাইন ২-০ করে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ডান দিক দিয়ে আক্রমণে ওঠে পুলিশের গোলরক্ষক আরিফুজ্জামান হীমেলকে পরাস্ত করে পুলিশ এফসির জালে বল ভেড়ান কোস্টারিকান এই ফরোয়ার্ড। একের পর এক আক্রমন পরাস্ত হলেও ম্যাচের অন্তিম মুহূর্তে গোল পায় বসুন্ধরা। আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্তের গোলে বড় জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ে রহমতগঞ্জের সাথে ফাইনাল নিশ্চিত করে বসুন্ধরা কিংস।

আগামী ৫ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনালে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়