শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পাকিস্তান সফরের সুযোগ হাতছাড়া করা উচিত নয়, বললেন বিপিএল খেলতে আসা শেহজাদ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফর সংক্ষিপ্ত করা নিয়ে যখন কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। পাকিস্তানের মাটিতে কোনো টেস্ট সিরিজ নয়, শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি বাংলাদেশ। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। তবে শেহজাদ বাংলাদেশে এসে বললেন, পাকিস্তানে যাওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

সিলেটে অনুশীলন শেষে সাংবাদিকদের শাহজাদ বলেন, আমার মতে, পাকিস্তান নিরাপদ। আগেও নিরাপদ ছিল, এখনও আছে। আমাদের নিরাপত্তাকর্মীরা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য সবকিছুই করছে। ক্রিকেটারদের খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছেন তারা। স¤প্রতি শ্রীলঙ্কা দল সফর করে গেছে। যেটা খুবই সফল সফর ছিলো। যারা পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে পর্দার পেছন থেকে কাজ করে চলেছে, তাদেরকে এজন্য ধন্যবাদ জানাই।

সর্বশেষ ২০১৬ সালে বিপিএলে খেলেছিলেন শাহজাদ। প্রথম বিপিএলে তিনি ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। বিপিএলে দ্রæততম সেঞ্চুরি (৪০ বলে) ও ফিফটির রেকর্ড (১৬ বলে) এখনও তার। তিনি পাকিস্তান সফরের বিষয়টা বিসিবির সিদ্ধান্তের ওপর ছাড়লেও অনুরোধটা জানিয়ে রেখেছেন, সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের। তারা যা মনে করে, তাই করা উচিত। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, পাকিস্তানে গিয়ে দারুণ সব উইকেটে খেলা, আন্তরিক আতিথেয়তা ও সেখানকার খাবার আমি উপভোগ করতাম। আমার মতে, ক্রিকেটের জন্য পাকিস্তান আদর্শ জায়গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়