শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের মহাসড়কগুলো

জেরিন: মহাসড়কগুলোতে প্রাণঘাতি দুর্ঘটনায় অসহায় হয়ে পড়ছে শত শত পরিবার। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর সীতাকুণ্ডে লরির ধাক্কায় নিহত হয়েছে দুই কন্যাশিশুসহ বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। তারপর দিন একই জায়গায় আরেকটি দুর্ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধার। সময়টিভি

গত একবছরে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম অংশে সাড়ে তিনশ'র বেশি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেই ঘটেছে সবচেয়ে বেশি প্রাণঘাতি দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনার জন্য চালকদের বেপরোয়া আচরণসহ ১০টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালে মহাসড়কের চট্টগ্রাম অংশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৭০টি। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩০ জনের এবং আহত হয়েছেন ৭৫৮ জন।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আঁকাবাঁকা রাস্তা, অসংখ্য ইউটার্ন এ মৌসুমে ঘন কুয়াশা, পিচ্ছিল রাস্তা এবং ধীরগতির গাড়িগুলো ওভারটেকিং করার প্রবণতা, চালকদের ঘুম চোখে গাড়ি চালানোসহ আরও কারণ আছে।

এছাড়া মহাসড়কের সীতাকুণ্ড এবং মীরসরাই অংশে রয়েছে কয়েকশ’ শিল্প-কারখানা। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে এসব শিল্প কারখানার যানবাহনকে দায়ী করছে হাইওয়ে পুলিশ।

চট্টগ্রাম অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসাধারণকে সচেতন করতে হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন গড়ে ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান এবং বিশাল আকৃতির লরির সংখ্যা ৪০ হাজারের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়