শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিডনিতে প্রথম দিনে সেঞ্চুরি পেলেন লাবুশ্চানে

শিউলী আক্তার : নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার শেষ টেস্টে হোয়াইওয়াশ করার লক্ষ্যে খেলতে নামে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাটিং নিয়ে দাপট দেখিয়েছে ব্যাটসম্যানরা। মার্নাস লাবুশ্চানের সেঞ্চুরিতে প্রথম দিন শেষ করেছে অজিরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান ম্যাচটিতে প্রথম দিনে ২৮৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। যদিও ইনিংসের শুরুতে হোঁচট খেয়েছিলো অজিরা। ওপেনার জো বার্ন্সকে দলীয় ৩৯ রানেই হারিয়েছে তারা। মাত্র ১৮ রান করতেই কলিন ডি গ্র্যান্ডহোমের বলে রস টেলরের হাতে ধরা পড়েন এই ব্যাটসম্যান।

পরে অস্ট্রেলিয়ার হাল ধরার চেষ্টা চালান তিনে নামা লাবুশ্চানে এবং ওপেনার ওয়ার্নার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ওয়ার্নার। ৪৫ রান করে ওয়েগনারের বলে গ্যান্ডহোমের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর চারে নেমে লাবুশ্চানেকে দারুণ সঙ্গ দেন স্মিথ। দুইজনে ১৫৬ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন।

উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ডানহাতি স্মিথ। ৬৩ রান করে গ্র্যান্ডহোমের বলে টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

স্মিথ বিদায় নিলেও ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লাবুশ্চানে। গত ৭ ইনিংসে চারটি সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৩০ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। তাকে সঙ্গে দিয়ে ২২ রানে অপরাজিত আছেন ম্যাথু ওয়েড।

নিউজিল্যান্ডের হয়ে দুইটি উইকেট নিয়েছেন গ্র্যান্ডহোম এবং একটি উইকেট নেন ওয়েগনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়