শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, বলেছেন প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক অত্যাচার, অপপ্রচার হলেও আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারেনি আর পারবেও না।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা ডাকা হয়। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার প্রথম পর্বে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একমাত্র আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখন দেশের উন্নয়ন হয়েছে, জনগণ তা বুঝতে পেরেছে।

এর আগে সূচনা বক্তব্যে আজকে যৌথ সভা প্রধানমন্ত্রী দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামকে উৎসর্গ করেন। তিনি বলেন, বহু চড়াই-উতরাই, অত্যাচার-নির্যাতন এমনকি অপপ্রচারের পরও আওয়ামী লীগকে কেউ দমাতে পারেনি। বরং মানুষের আস্থা নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এই দল। দলের তৃনমূলের নেতারা সঠিক সিদ্ধান্ত নেয়, জীবনবাজি নিয়ে দলকে ধরে রেখেছে তারা। দল সবচেয়ে শক্তিশালী এখন। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন করতে পারে। এই উন্নয়ন অব্যহত রাখতে দলকে সুসংগঠিত রাখার ওপর জোর দিতে হবে। একটি সরকার উন্নয়ন এগিয়ে নিতে পারে তখন যদি দল সুসংগঠিত থাকে। স্বাধীনতাকে আরো অর্থবহ করা হবে। আগামী ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষীকির কাউন্ট ডাউন শুরু হবে বলে জানান দলীয়প্রধান শেখ হাসিনা।

পরে সভায় শোক প্রস্তাব তুলে ধরা হয়। দলীয় আলোচনা শেষে মুলতবি ঘোষনা করা হয় সভা।আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে মুলতবি সভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়