শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মীয় বিশ্বাস নিয়ন্ত্রণ করতে উইঘুর মুসলিমদের শতাধিক কবরস্থান গুড়িয়ে দিয়েছে চীন

সিরাজুল ইসলাম : চীনের উইঘুর সম্প্রদায়ের একজন কবি আজিজ ইসা এলকুন। ২০ বছর আগে দেশটির পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে যুদ্ধের সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে যান লন্ডনে। আর দেশে ফিরতে পারেননি। এমনকি তিনি মায়ের কাছে ফোনও করতে পারেন না। কারণ সব সময়ই পুলিশ তার দরজায় (চীনের বাড়ি) নজর রাখে। ২০১৭ সালে তার বাবা মারা গেছেন। তখনও তিনি দেশে ফিরতে পারেননি। যেতে পারেননি শোকার্ত পরিবারের কাছে।

তিনি গুগল আর্থে বাবার কবর দেখতেন। পুরনো স্মৃতি হাতড়ে বেড়াতেন। শিশুকালে বাবার সঙ্গে যেসব মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও আত্মীয়র বাড়ি যেতেন, সেগুলো দেখতেন ছবিতে। কিন্তু দুই বছর আগে সব বদলে গেছে।

গুগল আর্থে সেই ছবিগুলো নেই। কারণ চীন সরকার সেখানকার মুসলিমদের শতাধিক কবরস্থান গুড়িয়ে দিয়েছে। নির্মাণ করা হয়েছে ফ্লাট, আবার কোথাও রয়েছে খালি জায়গা। তার ধারণা নেই সেখানে আরো কী কী হয়েছে। এতে তিনি ভীষণ ব্যথিত। তার কথার প্রমাণ মিলেছে সিএনএনের নিজস্ব অনুসন্ধানেও। তীব্র সমালোচনার মুখেও গত দুই বছরে শতাধিক কবরস্থান গুড়িয়ে দিয়েছে চীন। মুসলিমদের ধর্মীয় বিশ্বাস নিয়ন্ত্রণ করতেই এ কাজ করা হচ্ছে।

গত অক্টোবরে কবরস্থান গুড়িয়ে দেওয়ার খবর প্রথম প্রকাশ করে এএফপি। এতে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে অন্তত ৪৫টি কবরস্থান গুড়িয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার পর সেখানে পাওয়া হাড়গোড় মানুষের বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়