শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে যাবেন না টাইগারদের স্পিন কোচ ভেট্টরি

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের শেষের দিকে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তার কারণে শুধু টি-টোয়েন্টি খেলতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এই ফরমেট খেলতেও পাকিস্তানে যেতে রাজি নয় অনেক ক্রিকেটারসহ বিদেশি কোচিং স্টাফরা। এমন তথ্যই কয়েকদিন আগে জানিয়েছিলেন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন।

যদিও সম্প্রতি বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানান, দল পাঠানো হলে পাকিস্তানে যেতে তার কোনো সমস্যা নেই। তবে আসন্ন এই সফরে যাওয়া হচ্ছে না জাতীয় দলের স্পিন বোলিং উপদেষ্টা ড্যানিয়েল ভেট্টরির।

অবশ্য নিউজিল্যান্ডের সাবেক এই স্পিন তারকার নিজের কোনো আপত্তির কথা জানা যায়নি। বিসিবিই তাকে এই সময় না ডাকার সিদ্ধান্ত নিয়েছে।
মূলত পাকিস্তান সফরের আগে বাংলাদেশের কোনো অনুশীলন ক্যাম্প নেই। চলমান বিপিএলের পরপরই পাকিস্তানের উদ্দেশে উড়াল দেয়ার কথা বাংলাদেশ দলের। সুতরাং, দলের স্পিনারদের নিয়ে কাজ করার কোনো সুযোগ নেই ভেট্টরির।

দিন প্রতি প্রচুর পারিশ্রমিক নিচ্ছেন ভেট্টরি। কাজ করার সুযোগ না থাকায় পাকিস্তান সিরিজের জন্য ভেট্টরিকে ডাকতে চায় না বিসিবি। গত ভারত সফরের আগে বাংলাদেশ দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত ১০০ দিন কাজ করার চুক্তিতে যোগ দিয়েছিলেন কিউই এই কিংবদন্তি স্পিনার।
প্রসঙ্গত, নিরাপত্তার অজুহাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি না হওয়ায় এখনো এই সফর নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দল। পেন্ডুলামের মতো ঝুলে আছে এই সফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়