শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক, প্রত্যাহার ও গ্রেপ্তার আতঙ্ক

নিউজ ডেস্ক : রাজধানীর গোপীবাগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠান থেকে বেরিয়ে নিজ ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে (বংশাল) বিএনপির সমর্থনে কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজু। মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে বিকাল সোয়া ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলাদেশ প্রতিদিন

তিনি বংশাল থানা বিএনপির সভাপতি। বংশাল থানার ওসি শাহীন ফকির জানান, ‘তাজউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে এবং কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানাও আছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, শুধু তাজউদ্দিনই নন, দুই সিটিতে অংশ নেয়া বিএনপির প্রায় সব কাউন্সিলর প্রার্থীই বিস্ফোরকসহ বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি। অনেকের বিরুদ্ধেই রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ডজন মামলার ওপরে বিএনপির প্রায় সব প্রার্থীই। ভোটের শুরুতেই তারা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। অন্যদিকে বিএনপিসহ স্বতন্ত্র অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করছেন। তারা বলছেন, এরই মধ্যে ফোনে বা কেউ সরাসরি মনোনয়নপত্র

প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন। আবার কেউ কেউ দিচ্ছেন লোভনীয় অফার।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করার নির্দেশনা দিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে উল্লেখ করা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত এবং নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘বিএনপি বা কোনো রাজনৈতিক দলের ওয়ার্ড কাউন্সিলরদের গ্রেপ্তার বা হয়রানি করার কোনো নির্দেশনা আমাদের নেই। তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে সে ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা না নিয়ে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় যদি বিএনপির প্রার্থীকে গ্রেপ্তার করা হয়, তাহলে বোঝার বাকি থাকে না যে সরকার কী ধরনের ভোট করতে যাচ্ছে। নির্বাচন কমিশন তো ঠুঁটো জগন্নাথ। তারা এটা দেখেও না দেখার ভান করছে। কার্যত বিএনপির প্রার্থীদের মধ্যে ভয়ভীতি ছড়াতেই তাজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার চায় আমরা ভোট ছেড়ে চলে যাই। তবে গ্রেপ্তার-হুমকি যা-ই আসুক, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে। ঢাকা দক্ষিণের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শামসুল হুদা বলেন, ‘আমরা রাজনীতি করি। রাজনৈতিক মামলাও আছে। এখন পুলিশ যদি আমাদের গ্রেপ্তার করে তাহলে বুঝতে হবে, সরকার ও নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে না। এ ছাড়া ইভিএম নিয়ে আমাদের শঙ্কা আগেও ছিলো এখনো আছে। এতে জনগণের ভোটাধিকারের সত্যিকার প্রতিফলন ঘটবে কিনা তা এখনো নিশ্চিত নই।

বৈধ কাউন্সিলর প্রার্থী ৯৮০ জন : ঢাকা-উত্তর দক্ষিণ সিটিতে মোট ১৪ মেয়র প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র অবৈধ এবং ১৩ জনের মনোনয়নপত্র বৈধ করেছেন রিটার্নিং অফিসার। আর মনোনয়নপত্র বাতিল হয়েছে উত্তরের জাতীয় পার্টির প্রার্থীর। তবে দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ-বিএনপি-জাপাসহ সাতজন মেয়র প্রার্থীই বৈধ হয়েছেন। ৪৬০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৪৩৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে ২৬ জনের প্রার্থিতা। আর সংরক্ষিত কাউন্সিলর পদের ১০২ জন প্রার্থীর মধ্যে ১০০ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে দুজনের প্রার্থিতা। ঢাকা দক্ষিণের ৮ নম্বর সংরক্ষিত (২২, ২৩ ও ২৬ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে) ওয়ার্ডে একজন প্রার্থী রয়েছেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এদিকে উত্তরে সাতজন মেয়র প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ আর একজনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এ ছাড়া ৩৭৪ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে বৈধ হয়েছেন ৩৫৯ জন, বাতিল হয়েছে ১৫ জনের মনোনয়নপত্র। ৮৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে বৈধ হয়েছেন ৮৭ জন, আর দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। প্রচার শেষে ভোট হবে ৩০ জানুয়ারি।

ঢাকা উত্তরে মেয়র পদে জাপার প্রার্থী ছাড়া সবাই বৈধ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি ভবনে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সিদ্ধান্ত ঘোষণা করেন।

ছয় ওয়ার্ডে বিএনপির প্রার্থী ঘোষণা, একটিতে পরিবর্তন : ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনের ছয় শূন্য ওয়ার্ডে প্রার্থী সমর্থন দিল বিএনপি। এ ছাড়া একটি ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। গতকাল বিকালে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। অনুলিখন : জহুরুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়