শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২২-এর মধ্যেই মহাকাশে ভারতের প্রথম মানব অভিযান

মাজহারুল ইসলাম : এ কথা জানিয়েছেন, ইসরো প্রধান কে সিভান। তিনি বলেন, ২০২২-এর মধ্যেই সেটি করা হবে। এর নকশা তৈরি হয়ে গিয়েছে। ভারতীয় বিমানবাহিনীর ৪ পাইলটকে এই অভিযানের জন্য নির্বাচিত করা হয়েছে। ইতোমধ্যে তাঁদের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়া ও ভারতে তাঁদের প্রশিক্ষণ হবে। নাম পরিচয় প্রকাশ না করে তিনি বলেন, ওই পাইলটরা স্বাস্থ্যবান এবং সুস্থ। সেই জন্যই তাঁদের নির্বাচিত করা হয়। কারণ, চাঁদের পৃষ্ঠে অবতরণে রাশিয়া, আমেরিকা ও চিনের পরেই চতুর্থ দেশ হতে চায় ভারত। এনডিটিভিবাংলা

এ প্রসঙ্গে কে সিভান বলেছেন, আগামী বছরের শেষ বা ২০২১ এর শুরুর দিকে এটা করার চেষ্টা করছে ইসরো। যদিও আমরা এবছরেই এটা করতে চাইছি। তবে তা সামনের বছর পর্যন্তও গড়াতে পারে। চন্দ্রযান-৩ অভিযান নিয়ে, ইসরো প্রধান বলেন, চলতি অরবিটারই ব্যবহার করা হবে এবং নতুন একটি জায়গা স্থির করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ার পরেই, মহাকাশ অভিযানের পদক্ষেপ নেয়া হয়।

ইসরো প্রধান কে সিভান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলিঙ্গনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ওই আলিঙ্গন ছিলো অনেক বড় স্বস্তির। তিনি আরও যোগ করেন, ওই আলিঙ্গন তাঁকে কিছু শিখিয়েছে। তিনি বলেন, এটা একটা বড় ব্যাপার। প্রধানমন্ত্রী তাঁকে আস্বস্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়