শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর কোনোদিন ইনবক্সে বাপ্পী বলবেন না, ‘কী করি মিল্টন ভাই বলুন তো, ফেসবুকে সবাই এমনভাবে আক্রমণ করে’?

 

এম আবুল হাসনাৎ মিল্টন : আইসিইউতে শেষ দুদিন অবস্থার সামান্য উন্নতি হয়েছিলো। এইচআইএনআই (ঐ১ঘ১) ভাইরাস পজিটিভ হলেও সোয়াইন ফ্লু হয়নি বলেই ধারণা করা হচ্ছিলো। যদিও ফুসফুসের অবস্থা আগের মতোই খারাপ ছিলো। প্রতিদিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে বন্ধু শেখ মুন্নাই মাধ্যমে বাপ্পীর অবস্থার খোঁজ নিয়েছি এবং একটু একটু করে আশাবাদী হয়েছি। ফিরে এলে তাকে নিয়ে সবার উদ্বেগের কথা জানাবো বলে মনে মনে ঠিক করে রেখেছিলাম। কিন্তু বাপ্পীর চলে যাওয়ার তাড়া ছিলো। তিন দশকেরও বেশি সময় ধরে চেনা, দুর্দিনে ছাত্রলীগের সেই সাহসী মেয়েটি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শেখ হাসিনার স্নেহধন্য মেয়েটি, পরবর্তী সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার আইনজীবী মেয়েটি, গত সংসদে সংরক্ষিত আসনে নির্বাচিত এমপি বাপ্পী ২ জানুয়ারি ২০২০ সকালে আমাদের সবাইকে ছেড়ে চিরপ্রস্থানের পথে পা বাড়ালেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আর কোনোদিন ইনবক্সে বাপ্পী বলবেন না, ‘কী করি মিল্টন ভাই বলেন তো, ফেসবুকে সবাই এমনভাবে আক্রমণ করে’? আমি অভয় দিয়ে বলি, ‘হতাশ হলে চলবে না বাপ্পী, আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে’। সকালে শাওন বুবু আর মামুন জানালো, বাপ্পী মারা গেছে, দশ মিনিটের মধ্যে ডেথ ডিক্লেয়ার করবে। আমি হতবাক হয়ে বলি, ‘তার অবস্থার না উন্নতি হচ্ছিলো’। মামুন বলে, ‘আইসিইউ এ রকমই। আম্মার চেতনা ফিরে এলো, কথা বললেন, তারপর হুট করে মারা গেলেন’। আইসিইউ থেকে বাপ্পীর আর জীবন নিয়ে ফেরা হলো না, আমরা হারালাম আমাদের এক আত্মার আত্মীয়, প্রিয় স্বজনকে। বাপ্পীর জন্য প্রার্থনা। আল্লাহ যেন আমাদের এই ছোট বোনটাকে বেহেশত নসীব করেন। আমিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়