শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় বাংলা শ্লোগানে বাংলাদেশ স্বাধীন হয়েছে,  সিংগাইরে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, জয় বাংলা শ্লোগানেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জয় বাংলা শ্লোগান যতবার শুনি ততোই ভাল লাগে । এটা এখন জাতীয় শ্লোগান। হাইকোর্ট এমন আদেশ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে মানিকগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগমের বাবার নামে ৩ দিন ব্যাপী মধু মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মধুর মেলা এখন প্রাণের মেলায় পরিনত হয়েছে। মমতাজের নিজের করা বাউল কমপ্লেক্স গর্ভ করার মতো পরিচয় বহন করে। এটা পশ্চিম বঙ্গের শান্তি নিকেতনের মতো আধুনিক নিদর্শন। অনেককে মৃত্যুর পর বাঁচিয়ে রাখার জন্য তার কৃতকর্ম খোঁজতে হয়। কিন্তু শিল্পী মমতাজ তার কর্মের জন্য জীবিত অবস্থায় অমরত্ব লাভ করেছেন। মন্ত্রী তার মন্ত্রনালয় থেকে সিংগাইর ও হরিরামপুর উপজেলার গৃহহীনদের জন্য ২০০ ঘর ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের জন্য ২০০ বান্ডেল টিন এবং নগদ অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন।

সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধুর মেলার আয়োজক কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। এ সময় সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান বৃন্দ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়