শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে পুলিশের মাঝে আতঙ্ক, একদিনেই বদলি ৪৩ পুলিশ কর্মকর্তা

মনজুর এ অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ৭ থানার প্রায় ৪৩ কর্মকর্তার বদলি করা হয়েছে। ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্যমতে বদলি করা কর্মকর্তার সংখ্যা ৩৬ জন।

আড়াইহাজার থানার তথ্য এখনও জানা সম্ভব হয়নি। বুধবার বিকেলের দিকে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়েছে।

একসূত্র মতে, সোনারগাঁয়ে ১১, রূপগঞ্জে ১৩, ফতুল্লায় ৭, সিদ্ধিরগঞ্জে ১, সদরে ১ ও বন্দরে ৩ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তবে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে জেলার ৭ থানাতেই বদলি করা হয়েছে। বদলির সংখ্যা ৪৩ জন।

সোনারগাঁ থানার এসআই মাসুদ রানা, আবুল কালাম আজাদ, তাহিদুল্লাহ, রাজু মন্ডল, হাবিব ও আপন কুমার মজুমদার এবং এএসআই নারায়ন ভৌমিক, নাজমুল হুদা, হাওলাদার ওমর, শাহীন উল্লাহ ও মিজানুর রহমান।

রূপগঞ্জ থানার ১৩ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এসআই ৬ জন এবং এএসআই ৭ জন। ফতুল্লাতে ৭ জন, বন্দরে ৩ জন, সিদ্ধিরগঞ্জ ও সদরে একজন করে।আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছে কাউকে বদলি করা তথ্য তিনি জানেন না।

তবে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে আড়াইহাজার থানাতেও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, বদলি রুটিন ওয়ার্ক।

দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় কিছু কিছু থানায় অতিরিক্ত অফিসার রয়েছে কিন্তু সে তুলনায় ডিবি, ডিএসবিতে লোক সঙ্কট। তাই থানা থেকে লোক সরিয়ে এনে যেখানে সঙ্কট রয়েছে সেখানকার ঘাটতি পূরণ করা হবে।

তিনি আরও জানান, যাদের বদলি করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই বদলি পুলিশের চলমান প্রক্রিয়া। এদিকে নারায়ণগঞ্জ জেলায় যোগদানের ৫ দিনের মাথায় পুলিশ সুপার এত সংখ্যক কর্মকর্তাকে বদলি করায় থানার অন্যান্য কর্মকর্তাদের মাঝে বদলি আতঙ্ক বিরাজ করছে।

ফলে বিষয়টি প্রকাশ হওয়ার পর অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন। তবে, এমন বদলি যদি ভালো কিছু হয় তাহলে সেটি একটি ব্যতিক্রম উদাহরণ হয়ে থাকবে পুলিশ সুপারের জন্য, এমন মন্তব্যও করেছেন কেউ কেউ। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়