শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিতলে সুষ্ঠু, হারলে ভোট কারচুপি হয়েছে এটাই তাদের অভ্যাস, বললেন তোফায়েল আহমেদ

আবুল বাশার নূরু: বৃহস্পতিবার (২ জানুয়ারি) ধানমন্ডির হোয়াইট হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হওয়ার আগেই বলছেন এ নির্বাচন সুষ্ঠু হবে না। তাহলে তারা নির্বাচনে অংশ নিল কেন। তারা আসলে নির্বাচনে বিজয়ী হতে চান না। নির্বাচনকে বিতর্কিত করতে চান।

তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার প্রতি আস্থা রেখে কাজ করতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে আমরা মনে করবো দলের প্রতি তার আস্থা নেই। দেশের উন্নয়নের কথা চিন্তা করে মানুষ আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দেবে। ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্রোহী প্রার্থী না হওয়ার আহ্বান জানান ফারুক খান। মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের নির্দেশ মানতে হবে। ডা. দীপু মনি বলেন, ব্যক্তি আতিকুল ইসলাম নয়, শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে হবে। শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র প্রার্থী আতিকুল ইসলামও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়