শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মার্কার জরিপেও শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে এখন রাজত্ব করছে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। উয়েফা বর্ষসেরা পুরস্কার হাতে না ওঠলেও ফিফা দ্য বেস্ট এবং রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে নিজের যোগ্যতার জানান দিয়েছেন এ বার্সা ফরোয়ার্ড। এবার স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা’র শীর্ষ ১০০ ফুটবলারের তালিকাতেও বিপুল ভোটে প্রথম হয়েছেন ‘এলএমটেন’।

২০১৯ সালের সেরা ফুটবলারের জরিপ চালিয়েছিল মার্কা। ভোটে মেসির ধারে কাছেও নেই দুইয়ে থাকা করিম বেনজেমা এবং তৃতীয় হওয়া ভার্জিল ফন ডাইক।

বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগে টানা দুইবার তিক্ত অভিজ্ঞতা হয়েছে মেসির। যার মধ্যে শেষবার প্রথম লেগে কাতালানরা এগিয়ে থাকার পরও অ্যানফিল্ডের দ্বিতীয় লেগে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়। এর আগের মৌসুমে তারা একই ভাগ্য বরণ করেছিল ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে।

তবে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও ক্যাম্প ন্যুয়ে লা লিগা জয় উদযাপন করেছে বার্সা। আর দল বড় সাফল্য না পেলেও ঠিকই আলো ছড়িয়েছেন মেসি। ২০১৯/২০ মৌসুমের পিচিচি ট্রফিও গেছে তার ঝুলিতে। এবার বছরের প্রথমদিনে আরেকটি সাফল্যের পালক যুক্ত হলো ৩২ বছর বয়সী তারকার মুকুটে।

মার্কার তালিকায় ৫৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন মেসি। দুইয়ে থাকা বেনজেমা পেয়েছেন ১০ শতাংশ ভোট। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডের চেয়ে ২ শতাংশ ভোট কম পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়