শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগদাদে মার্কিন দূতাবাসের সকল কার্যক্রম স্থগিত, দূতাবাস চত্বর ছাড়লেন বিক্ষোভকারীরা

শাহনাজ বেগম : ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সব ধরণের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থ্কাবে। বুধবার দুতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে, মার্কিন নাগরিকদের দূতাবাসের কাছে না যাওয়ার পরামর্শ দেয়া হয়। রয়টার্স, আল-জাজিরা

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিরুদ্ধে মার্কিন দুতাবাসের পাশে সমাবেশকারী বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে গেছে। দূতাবাসটিতে নাটকীয়ভাবে অবরোধ করার একদিন পর আধা-সামরিক বাহিনী হাশেদ আল-শাবি বিক্ষোভকারীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে ইরাকের সামরিক বাহিনী নিশ্চিত করেছে। ইরাকের নিরাপত্তা বাহিনী মার্কিন দূতাবাসের আশেপাশের অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে।

গত সপ্তাহে মার্কিন বিমান হামলার জের ধরে ইরানে প্রশিক্ষণ নেয়া হাশেদের কয়েক হাজার ইরাকি সমর্থক মঙ্গলবার বাগদাদস্থ মার্কিন দূতাবাস চত্বর ঘেরাও করে। তারা মার্কিন বিরোধী ¯েøাগান দিয়ে সমাবেশ করে। এসময় মার্কিন পতাকায় আগুন লাগিয়ে দেয় এবং দূতাবাসের ভেতরে পাথর ছুড়তে থাকে। এদিকে, ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও মার্কিন দুতাবাসে বিক্ষোভকারীদের ভাংচুরের ঘটনায় মার্কিন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়