শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানসিটি-আর্সেনালের জয়ের রাতে পয়েন্ট খুইয়েছে ম্যানইউ

রাকিব উদ্দীন : ইংলিশ প্রিমিয়ার লিগের ২১তম দিনে ম্যানসিটি ও আর্সেনালের জয়ের রাতে হেরেছে টটেনহ্যাম ও ম্যানইউ। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লেস্টার সিটিও জয় তুলে নিয়ে ৪৫ পয়েন্ট নিয়ে আগের অবস্থানে আছে। এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানসিটি। চার, পাঁচ ও ছয়ে অবস্থান করছে চেলসি, ম্যানইউ ও টটেনহ্যাম। ২৭ পয়েন্ট নিয়ে দশে আর্সেনাল।

বুধবার রাতে ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ভর করে এভারটনকে ২-১ গোলে হারায় গার্দিওয়ালার শিষ্যরা। অপরদিকে ধুকতে থাকা আর্সেনাল নিজেদের মাঠে দুর্দান্ত খেলে ২-০ গোলে হারায় ম্যানইউকে। ফলে দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের দশে আসতে পেরেছে আর্তেতার শিষ্যরা।

ব্রাইটনের মাঠে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট খুইয়েছে চেলসি। বার্নলের মাঠে অবশ্য ২-১ গোলের জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লেস্টার আজও চমক দেখায়। নিউক্যাসলের মাঠে ৩-০ গোলে জিতে অবস্থান মজবুত করে ক্লাবটি। ম্যানসিটিকে রুখে দেয়া উলবারহ্যাম্পটন অবশ্য জয় পায়নি ওয়াটফোর্ডের মাঠে। ২-১ গোলে হারে ক্লাবটি।

সাউদাম্পটনের মাঠে ১-০ হেরেছে টটেনহ্যাম। দুর্দান্ত লড়াই করেও পয়েন্ট তুলে নিতে ব্যর্থ হয়েছে মরিনহোর শিষ্যরা। অপরদিকে নিজেদের মাঠে বোর্নমাউথকে ৪-০ ব্যবধানে হারিয়ে গোল উৎসব করেছে ওয়েস্টহ্যাম। নরউইচ সিটির মাঠে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়