শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন মার্চ মাসে হওয়ার সম্ভাবনা, বলেছেন সিইসি

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : ২০২০ সালের মার্চ মাসে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বুধবার (১ জানুয়ারী) চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গতবার ঢাকার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়াদ শেষ না হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়েছে। মার্চে এ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হবে ৩০ জানুয়ারি।

সিইসি বলেন, ‘ভোটার হওয়ার জন্য জন্ম সনদ বাধ্যতামূলক। এটা মূলত ইউনিয়ন পর কিংবা ওয়ার্ড কার্যালয় থেকে নিতে হয়। অনেকে রোহিঙ্গা হওয়া সত্তে¡ও এ সনদ পেয়েছেন। এ কাজে কিছু জনপ্রতিনিধি জড়িত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা বাংলাদেশি নাগরিক হিসেবে রোহিঙ্গাদের সনদ দিয়েছেন। রোহিঙ্গাদের ভোটার করা নির্বাচন কমিশনের কর্মীদের সম্পর্কে তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়াদের মধ্যে বেশিরভাগই আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া। তারা ইসির ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী ব্যবহার করে এ জালিয়াতি করেছেন। ‘এ ছাড়া ইসির কিছু কর্মচারী এ কাজে জড়িত। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলো এখনো প্রমাণিত হয়নি। সম্পাদনা : জহুরুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়