শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিককে প্রশংসায় ভাসালেন আমলা

রাকিব উদ্দীন : বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলতে বাংলাদেশে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলা। দলটির অধিনায়ক মুশফিকুর রহমানকে প্রসংশায় ভাসিয়েছেন আমলা। এছাড়া মুশফিকের সাথে অভিজ্ঞতা ভাগাভাগির কথাও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা স্বয়ংক্রিয়ভাবেই হয়। বোঝাপড়াটা কয়েকদিন খেলার পর হয়। আমরা প্রায় ১০ বছর ধরে একজন আরেকজনের বিপক্ষে খেলেছি।’

মুশফিককে বিশ্বের অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান মানেন আমলা, ‘মুশফিক দুর্দান্ত একজন অধিনায়ক ও ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান সে। আমাদের দলে সবচেয়ে বেশি অভিজ্ঞদের একজন। দুর্দান্ত খেলোয়াড়। আশা করি দুইজনই নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিব।’

টুর্নামেন্টের মাঝপথে দলের সাথে যোগ দিলেও মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে প্রত্যাশা আমলার। তিনি বলেন, ‘মুশফিক তো আছে। ১০ বছর ধরে আমরা একে অপরের বিপক্ষে খেলেছি। কয়েক ম্যাচ খেলার পর সব সহজ লাগবে। লিগগুলোতে খেলতে গেলে দলের সাথে মানিয়ে নিতে হয় দ্রুত।’

আলাপকালে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার কথাও উল্লেখ করেন আমলা। মুশফিকের মত সাকিব-মাশরাফির সাথেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্মৃতি আছে গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়