শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়ু দূষণ প্রতিরোধে রাজধানীতে বাসার ছাদে ১০ লাখ বীজ রোপনের উদ্যোগ

জেবা আফরোজ : রাজধানী ঢাকায় বাসার ছাদে বাগান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে৷ ছাদে শুধু ফুল নয়, শাকসবজি, ফলমূল সব হচ্ছে৷ ২০২০ সালের মধ্যে ঢাকা শহরের বাড়িগুলোর ছাদে ১০ লাখ বীজ রোপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বায়ু দূষণ প্রতিরোধ সংস্থা। সারা বাংলা

রাজধানীর ২২৬ পূর্ব আজমপুর নুর জাহান সৃষ্টি ক্যাসেলে এক হাজার বীজ রোপনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন।

বাংলাদেশ বায়ু দূষণ প্রতিরোধ সংস্থা উদোক্তা মো. বাশার শিকদার বলেন, বর্তমানে বায়ু দূষণ মহামারীতে পরিণত হয়েছে। এই দূষণ রোধে ঢাকা শহরের বাড়িগুলোর ছাদে কিছু সবুজ সবজি বা ছোট গাছ লাগানো জরুরি। একদিকে যেমন পরিবেশ দূষণ প্রতিরোধ হবে, অন্যদিকে এই ছাদকৃষি থেকে বাড়ির মালিকের প্রতিদিনের সবজির চাহিদা পূরণ হবে।

সংস্থাটির উদ্যোক্তা মীর মেহেদী হাসান বলেন, পরিবেশ দূষণ রোধে সবুজায়নের বিকল্প নেই। আমাদের এই সবুজ ছাদ প্রকল্প সবুজ নগরী গড়ে তুলতে সহায়তা করবে।
সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, গাছ লাগিয়ে বা সবুজায়নের মাধ্যমে এই সুন্দর পৃথিবীকে প্রাণ দেওয়া সম্ভব। বীজ রোপনের মধ্য দিয়ে নতুন বছর শুরু করা সত্যিই আনন্দের।

সংস্থার আরেক সদস্য মো. শরিফ খান বলেন, রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। শিল্প বর্জের কারণে রাজধানীসহ অন্যান্য শহরে বায়ু দূষণ বাড়ছে ক্রমাগত। শিল্পাঞ্চলের আশপাশে বসবাসকারী জনগোষ্ঠী মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে। এসব নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়