শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন অধ্যাপক হ্যাঙ্ক বললেন, ভারতে জরুরি আর্থিক সংস্কারে আগ্রহ নেই মোদির

ইয়াসিন আরাফাত : যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের আর্থিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য হ্যাঙ্কের মতে, ভারতে আর্থিক মন্দা ‘ক্রেডিট স্কুইজ’ ঋণ সঙ্কোচনের সঙ্গে সম্পর্কিত, যা আসলে ধারাবাহিক একটি সমস্যা ও পরিকাঠামোগত নয়। আর সেই কারণেই ২০২০ সালে জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশে নিয়ে যেতে অনেক লড়াই করতে হবে দেশটিকে। তার মতে, কঠিন ও প্রয়োজনীয় আর্থিক সংস্কারের কোন ইচ্ছাই নাই মোদী সরকারের। আনন্দবাজার

তার মতে, এই ঋণ সঙ্কোচনের অর্থ হলো, ব্যাংকগুলো শিল্পক্ষেত্রে ঋণ দিতে চাইছে না, দিলেও গ্রাহকদের গুনতে হচ্ছে মাত্রাতিরিক্ত সুদ। এমনিতেই নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ-র ভারে ন্যুয়ে পরেছে ভারতের ব্যাংকগুলো। বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ। সেই এনপিএ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় ব্যাংকগুলো শিল্পপতি-বিনিয়োগকারীদের ঋণ দিতে চাইছে না। ফলে অবিশ্বাস ও ভয় বিরাজ করছে ব্যাংক মহলে। আর ঋণ না পেয়ে মুলধনের অভাবে নতুন শিল্প স্থাপনে আগ্রহ দেখাচ্ছে না শিল্পমহলও। তাই অর্থনীতিতে গতি আসছে না।

এদিকে দেশের অর্থনিতীকে চাঙ্গা করতে ও ব্যাংকিং ক্ষেত্রের শঙ্কা ও অবিশ্বাসের আবরণ কাটাতে সিবিআই তদন্তের পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এছাড়া ব্যাংক কর্মকর্তাদের আশ্বস্ত করতে সিবিআই কর্মকর্তাদের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের এক টেবিলেও নিয়ে এসেছিলেন তিনি। তবে হাঙ্ক মনে করেন, এই সব পদক্ষেপে কাজ হবে না। তার মতে, অর্থনিতীকে চাঙ্গা করতে দরকার সাহসী ও আমূল সংস্কারমুখী সিদ্ধান্ত। মোদী সরকার সেটাই করছে না বলে মন্তব্য করেছেন হ্যাঙ্ক। যদিও এ নিয়ে অর্থমন্ত্রণালয় বা সরকারের অন্য কোনও প্রতিনিধির পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়