শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা আলতাফের বাড়িতে ছাত্রলীগের ভাঙচুর, অভিযোগ ফখরুলের

বাংলা ট্রিবিউন : মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবনে জেলা ছাত্রলীগ ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা আলতাফের বাসভবনের প্রধান ফটক ভেঙে বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেছে।’

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা আসবাবপত্রসহ বাড়ির সবকিছু ভেঙে তছনছ করেছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব দাবি করেন, ‘আওয়ামী লীগ নেতাদের উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা নতুন বছরের প্রথম দিনই এই হামলা চালালো। এ হামলার মধ্য দিয়ে তারা জানান দিলো যে, অতীতের মতো ২০২০ সালেও বিএনপিকে রাজনীতির ময়দান থেকে বিদায় করতে তারা সর্বশক্তি প্রয়োগ করবে।’ এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ছাত্রলীগ-যুবলীগের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ দাবি করে বিএনপি নেতা বলেন, ‘দোষীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার না করার কারণেই তারা ভাঙচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে। এভাবে দেশ চালাতে গিয়ে দেশ-বিদেশের অনেক স্বৈরশাসক ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়