শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০ সাল সাধারণ কোনো বছর নয়, ‘মুজিববর্ষ’

শেখ আদনান ফাহাদ : ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত সম্প্রতি হাঁটলাম। তরুণ সমাজকে মনে হলো বিভ্রান্ত। নতুন বর্ষকে স্বাগত জানাতে কী করা যায়? এই কর্মসূচি ঠিক করতেই তারা গলদঘর্ম। কেউ জোরে বাইক চালাচ্ছে। কেউ ছাদে আতশবাজি পোড়াচ্ছে। বেশিরভাগ তরুণ-তরুণী ছাদে জোরে গান বাজাচ্ছে। এর মধ্যে পুলিশের বিরুদ্ধে প্রচুর ক্যাম্পেইন হলো ফেসবুকে।

পুলিশ নাকি বলেছে, ঘরের ভেতরে কর্মসূচি করলেও তাদের জানাতে হবে। আমরা শুধু পুলিশকে গালিই দিয়ে গেলাম। পুলিশ না থাকলে কী হয় সেটি রাতের শাহবাগে গেলেই বোঝা যায়। প্রাইভেট কার হোক আর ট্রাক হোক, চালকদের আচরণ প্রায় একই রকম। কে কার আগে যাবে, সে প্রতিযোগিতায় পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। এমন একটি বিশৃঙ্খল জাতির জন্য পুলিশ যা করছে সেটিই তো অনেক কিছু। এই যে আমাদের তরুণ সমাজ বিভ্রান্ত, কী করবে বোঝে উঠতে পারে না, এর জন্য কিন্তু তারা দায়ী নয়।

দায়ী আমাদের নীতি নির্ধারকরা, দায়ী আমরা। নববর্ষ উদযাপন মানেই যে মদ্যপান করতে হবে, মাতলামি করতে হবে, অশ্লীল গান বাজিয়ে বেঢপ নাচ দিতে হবে, মানুষকে বিরক্ত করতে হবে এমন তো কোনো কথা নেই। বাঙালি নিজের মতো করে কীভাবে নববর্ষ উদযাপন করতে পারে, সেটি ভাবা দরকার। ৩১ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় বড় কোনো স্থানে কনসার্ট হতে পারতো, আতশবাজির প্রদর্শনী হতে পারতো, সেখানে তরুণ-তরুণীরা ভিড় করে গান শুনে, আতশবাজির প্রদর্শনী দেখে ঘরে ফিরতে পারতো। যার ইচ্ছা সেখানে সে যেতো। তবে প্রকাশ্যে মদ্যপান অথবা হান্টার পান নিষিদ্ধ থাকতো। বাঙালি, বিশেষ করে মুসলমানদের উদযাপন দরকার। ২০২০ সাল সাধারণ কোনো বছর নয়। ‘মুজিববর্ষ’। ‘মুজিববর্ষ’ শুরু হলো ১ জানুয়ারি থেকেই। কারণ ১ জানুয়ারি বছরের প্রথম দিন। সরকার বা দলের তরফ থেকেও ১ জানুয়ারিতে কোনো আয়োজন নজরে এলো না। প্রথম দিনই বুঝিয়ে দেয়া উচিত ছিলো এটা ‘মুজিববর্ষ’। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়