শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে তিন দিন ব্যাপী বাউল মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

মানিকগঞ্জ প্রতিনিধি: ১ জানুয়ারি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, লোক সংস্কৃতি বাউল গান আত্বার কথা বলে, বাউল গান অন্তরকে পরিশোধিত করে। এগুলো বাংলার সংস্কৃত। আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় এখনো বাউল গান টিকে আছে এটিই বিশেষত্ব। এই গান গুলোর আবেদন কখনোই শেষ হবে না। তিনি বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইরে ভাকুম এলাকায় তিনদিন ব্যাপী ১৩তম বাউল মধুর মেলার উদ্বোধন কালে একথা গুলো বলেন। মানিকগঞ্জ-২ আসনের এমপি বাউল কন্ঠশিল্পী মমতাজ বেগমের বাবা মধু বয়াতির নামে প্রতি বছরের ন্যায় এবারও বাউল মধুমেলার আয়োজন করা হয়।

মন্ত্রী হাছান মাহমুদ আরো বলেন, শেখ হাসিনাকে দেশ পরিচালনার জন্য অব্যাহত ভাবে দাযিত্ব দিলেই তবেই দেশ আরো উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিনত হবে। যখন ডিজিটাল বাংলাদেশ আর দিনবদলের শ্লোগান দেওয়া হয়েছিল তখন অনেকেই বলেছিল এটা বার কি। এখন ১৬ কোটি মানুষের দেশে ১৫ কোটি মানুষের হাতে মোবাইল এটাই ডিজিটাল বাংলাদেশ। আগে বিদেশ থেকে পুরাতন কাপড় আমাদের দেশে আসতো। এখন দেশ থেকে বিদেশে আমাদের তৈরী পোষাক বিদেশে যায় এটাই দিনবল।

বাউল মেলা উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ফৌজিয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমতুল্লাহ, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান প্রমুখ।

এর আড়ে উদ্বোধন অনুষ্টানে তথ্য মন্ত্রী হাছান মাহমুদ একটি বকুল ফুলের চারা রোপন করে মধু মেলা উদ্বোধন করেন। তিন দিন ব্যাপি মধুর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা তাদের গান পরিবেশন করবেন। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়