শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার নির্ধারিত ফিতেই স্কুলে ভর্তির দায়িত্ব নেওয়ার ঘোষণা মান্নান আকন্দের

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : উচ্চ আদালতে মামলা করে বিজয়ী সেই আব্দুল মান্নান আকন্দ রায় বাস্তবায়নে আন্দোলনের পর এবার বগুড়ায় সরকার নির্ধারিত সেশন ফিতে সন্তানদের স্কুলে ভর্তির দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন। একই সঙ্গে অতিরিক্ত সেশন ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালানরও দাবি জানালেন।

বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি  আব্দুল মান্নান আকন্দ বলেন, ‘উচ্চ আদালতের রায় বেসরকারি সব স্কুলের জন্য প্রযোজ্য। এমনকি এমপিও ভুক্ত নয় ব্যক্তি মালিকানাধীন স্কুলগুলোও সরকার নির্ধারিত ফি’র বেশি অর্থ নিতে পারবে না।’শিক্ষা মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ভর্তি এবং সেশন ফি নির্ধারণ করে প্রায় এক বছর আগে ২০১৮ সালের ১৩ নভেম্বর একটি নীতিমালা প্রণয়ন করে। তাতে রাজধানী ঢাকা, ঢাকার বাইরে অন্য মেট্রোপলিটন শহর, জেলা শহর এবং উপজেলা এলাকায় এমপিওভুক্ত ও আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আবেদন ফরম, ভর্তি ফি ও সেশন ফি নির্ধারণ করে দেওয়া হয়। তাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এছাড়া জেলা সদরে সেশনসহ ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে তা এক হাজার টাকা গ্রহণ করতে বলা হয়েছে। তবে বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের ওই নীতিমালা লংঘন করে ভর্তি ও সেশন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় অব্যাহত রাখে। এর বিরুদ্ধে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ চলতি বছরের মাঝামাঝি হাইকোর্টে রিট করেন। তাতে অভিযোগ করা হয়, বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি নীতিমালা লংঘন করে ভর্তি ও সেশন ফি’র নামে দুই থেকে ৭গুণ বেশি অর্থ আদায় করছে। রিটে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত সেশন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ইতিপূর্বে আদায় করা অর্থ ফেরত প্রদানের নির্দেশনা চাওয়া হয়।

শুনানী শেষে বিচারপতি জেবিএম হাসান এবং মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৭ ডিসেম্বর এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারণ করে দেওয়া ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। এমনকি ইতিপূর্বে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আদালতের ওই আদেশের পর আব্দুল মান্নান আকন্দ গত ২৪ ডিসেম্বর বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে দ্রুত আদালতের আদেশ বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় অভিভাবকদের নিয়ে আন্দোলনে নামার হুমকি দেন তিনি। এরপর বাম ঘরানার কয়েকটি ছাত্র ও যুব সংগঠনের নেতা-কর্মীরা আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে গত ২৬ ডিসেম্বর শহরের একাধিক স্থানে সমাবেশ করে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়