শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই জনের সাজা

শরীফা খাতুন , খুলনা প্রতিনিধি : খুলনার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় এক আনসার সদস্য আনোয়ারের কাছ থেকে বিপুল পরিমাণ কাগজপত্র জব্দ করা হয়।  বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অভিযান চলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনসার সদস্য মো. আনোয়ারকে ৫ হাজার টাকা জরিমানা এবং দালাল আকিব মোল্যাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান।
দুদকের সহকারী পরিচালক মো. শাওন মিয়া জানান, বিআরটিএতে গাড়ি হস্তান্তরের কাগজপত্র, গাড়ির রুট পারমিট, ফিটনেছ এবং ড্রাইভিং লাইসেন্স তৈরিতে মানুষ প্রতিনিয়ত দালালের মাধ্যমে হয়রানি হচ্ছে। সুর্নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়।

অভিযানের সময় আনসার সদস্য মো. আনোয়ারের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদপত্র, নোটারী পাবলিকের কাগজপত্র ও লার্নার ফরম পাওয়া যায়। এছাড়া যোগীপোল এলাকার আবদুল বারিকের ছেলে দালাল আকিব মোল্যার কাছে বিভিন্ন ব্যক্তির গাড়ির কাগজপত্র পাওয়ায় তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়