শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত এসপির মতবিনিময়

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলায় নবাগত পুলিশ সুপার (এসপির) মো. আহমার উজ্জামান। তিনি সাংবাদিকদের সাথে ময়মনসিংহের সমস্যা সমাধান সম্পর্কে কথা বলেন। এবং তিনি জেলায় মাদক সম্পর্কে কঠোর বার্তা দিতে গিয়ে বলেন, আমি কথায় নয়, কাজের মাধ্যমে আমার পরিচয় দিতে চাই।

১ জানুয়ারি বুধবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স দরবার হলে ময়মনসিংহের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে কথা বলেন নবাগত পুলিশ সুপার। এসপি বলেন, তিনটি চাকরিকে আমি চাকরি মনে করিনা- পুলিশ, সাংবাদিকতা, চিকিৎসকতা। এ চাকরিগুলো সেবা বলেই আমি মনে করি। কারণ এ পেশাগুলো বেশিরভাগ জনগণের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত। আমি পুলিশ হিসাবে সেবক হতে চাই।

এসপি আহমার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলতে চাই। আমি মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ডেক্স করার চেষ্টা করবো। তিনি বলেন, আমি মাদক নির্মূলে অন্যমাত্রায় কাজ করতে চাই। পৃষ্ঠপোষক, গডফাদার লেভেলে কাজ করতে চাই। মাদক ব্যবসায়ী কারও কোন পরিচয় নিয়ে আমি সংকিত হতে চাই না। এক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা চাই।

তিনি বলেন, যানযট নিরসনে একটি কমিটি করে কাজ করতে চাই। আমি এ সমস্যা নির্মূলে বেসিক কাজটাই করতে চাই। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল শাকের আহমেদ, সদর সার্কেল আল আমিন, কোতোয়ালী ওসি মাহমুদুল ইসলাম, ডিবি ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়