শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ কনস্টেবলকে মারধোরের পর জোর করে মূত্রপান করালেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক

মশিউর অর্ণব : দলবল নিয়ে একজন পুলিশ কনস্টেবলকে মারধোরের পর জোরপূর্বক মূত্রপান করানোর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বারখেরা জেলার একজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে। মঙ্গলবার ভুক্তভোগীর পক্ষে এই ঘটনায় স্থানীয় বিধায়ক এবং তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা নিয়েছে সুনগড়ি থানা পুলিশ। ইন্ডিয়া টুডে।

জানা যায়, স্থানীয় এক যুবকের থেকে ৫০ হাজার টাকায় একটি বাইক কিনেছিলেন ভুক্তভোগী কনস্টেবল মোহিত গুর্জর। কিন্তু বাইকের কাগজপত্র ঠিক না থাকায় নিজের টাকা ফেরত চান তিনি। টাকা নেয়ার জন্য পূর্বনির্ধারিত স্থানে যাওয়ামাত্রই স্থানীয় বিধায়ক কিষেণলাল রাজপুতের ভাইপো ঋষভের নেতৃত্বে একদল যুবক অতর্কিত হামলা চালায় মোহিতের ওপর। এসময় তাকে লক্ষ্য করে গুলি করার পাশাপাশি তার গলার চেন ও ওয়ালেট কেড়ে নেওয়া হয়। আহত অবস্থায় মোহিত থানায় ফিরে গেলে বিধায়ক কিষেণলাল রাজপুত ও তার কয়েকজন সহযোগী মিলে সেখানেই পুনরায় হামলা করে তার ওপর।

এসময় মোহিতের গলায় জুতার মালা পরানোর পাশাপাশি তাকে জোর করে মূত্রপানও করান ঐ বিজেপি বিধায়ক। স্থানীয় উর্ধতন পুলিশ কর্মকর্তারা এই ঘটনায় বিধায়ক কিষেণলালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় নিরুপায় হয়ে আদালতের শরনাপন্ন হন ভুক্তভোগী কনস্টেবল মোহিত। অবশেষে আদালতের নির্দেশে অভিযুক্ত বিজেপি বিধায়ক ও তার ভাইপোসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়