শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত সাড়ে ৪ হাজার, আহত সাড়ে ৮ হাজার

সুজিৎ নন্দী: গত এক বছরে চার হাজার ২১৯টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ নারী ও ৭৫৪ শিশুসহ অন্তত চার হাজার ৬২৮ জন নিহত এবং আরো অন্তত ৮,৬১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬১৩ জন নারী ও ৩৯৯ জন শিশু। মহাসড়ক, জাতীয় মহাসড়ক, আন্ত:জেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ সারা দেশে এসব প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে। শিপিং এন্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) ‘সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন-২০১৯’-এ এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনা ও আহতের সংখ্যা পূর্ববর্তী বছরের (২০১৮ সাল) তুলনায় কম হলেও প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০১৮ সালে ৪,৩১৭টি দুর্ঘটনায় ৪,৫৮০ জন নিহত ও ১০ হাজার ৮২৮ জন আহত হয়েছিল।

প্রতিবেদনে ১২টি কারণ উল্লেখ করা হয়। জানানো হয়, গাড়ি চালানোর সময় চালকদের বেপরোয়া মনোভাব, মোবাইল ফোনালাপ, ট্রাফিক আইন অমান্য ও ওভারটেকিং ও ওভারলোডিং এবং বিরতি ছাড়াই দূরপাল্লার সড়কে দীর্ঘক্ষণ গাড়ি চালানো দূঘটনার অন্যতম কারণ। পাশাপাশি অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ, মহাসড়কে মোটরবাইকসহ ক্ষুদ্র যানবাহনের অবাধ চলাচল, ত্রæটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধে আইনের যথাযথ প্রয়োগের অভাব, নিয়োগপত্র না পাওয়ায় পরিবহনকর্মীদের মাঝে হতাশাসহ আরো একাধিক কারণ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়