শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ বছর বয়সী যুবকের প্রেমে পড়েছেন ৬১ বছর বয়সী ম্যাডোনা!

ইমরুল শাহেদ : মার্কিন পপ গায়িকা ম্যাডোনা (৬১) এবার তার মঞ্চের নাচের ছেলে ২৫ বছর বয়স্ক আহলামালিক উইলিয়ামসকে নিয়ে সংবাদ শিরোনামে এসেছেন। মাত্র কয়েকদিন আগে তাদের দু’জনকে ঘনিষ্ঠাভাবে মিয়ামিতে দেখা যায়। এই সময়টাতে তিনি মিয়ামিতে পারিবারিক অবকাশ কাটাচ্ছিলেন। তবে এ সময় অবশ্য তাদের সঙ্গে ছিলেন ম্যাডোনার বড় মেয়ে লোরডেস (২৫), অভিনেতা কার্লোস লিওন, পুত্র ডেভিড বান্দা (১৪), মেয়ে মার্সি জেমস (১৪) এবং যমজ দুই কন্যা ইসটেরে এবং স্টেলা সিকন্নে (৭)। ফক্সনিউজ

 

 

 

জানা গেছে, উইলিয়ামসের বাবা ড্রিউককে নাকি এরইমধ্যে ম্যাডোনা জানিয়েছেন, তার ছেলের প্রতি ভালোবাসার কথা। ম্যাডোনা আহমালিকের বাবা-মাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে তাদের ছেলের প্রতি ভালোবাসার কথা জানান।

ড্রিউ জানিয়েছেন তার ছেলে ও স্ত্রীর কোনো আপত্তি নেই। তবে তিনি জানান, ম্যাডোনা তার চেয়ে যেমন বয়সে বড় তেমনি তার স্ত্রীও বয়সে ছোট ম্যাডোনার চেয়ে। তার ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও মার্কিন পপ তারকার সঙ্গে ছেলের সম্পর্কে উইলিয়ামসরা বেশ খুশি বলেই জানান।

জানা গেছে, ২০২০ সালে লন্ডন এবং ফ্রান্সে ম্যাডোনার যে শোগুলো রয়েছে সেখানেও তার ভালোবাসার মানুষের বাবা-মাকে আমন্ত্রণ জানিয়েছেন। গানের পাশাপাশি নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী ও ছবি নির্মাতা হিসেবেও তার খ্যাতি রয়েছে এই গায়িকার। বেস্ট-সেলিং নারী রেকর্ডিং শিল্পী হিসেবে গিনেস বুকে তার নাম রয়েছে ম্যাডোনার। তার গাওয়া ৪৬টি সিঙ্গেল গান ইউকে চার্টের সেরা পাঁচে স্থান পেয়েছে। ম্যাডোনার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে লাইক আ ভার্জিন, হাঙ আপ, হলিডে, লা ইসলা বোনিতা, লাইক অ্যা প্রেয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়