শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিবর্ষ উপলক্ষ্যে ঢাবি ক্যাম্পসে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

ওবায়দুর রহমান, ঢাবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে সবুজ পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু'র উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্ত্বরে 'বিন' স্থাপনের মধ্য দিয়ে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস এবং ডাকসু'র আয়োজনে এবং ডাকসু'র সদস্য মুহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

উদ্বোধনী কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।এসময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা সিকদার, নজরুল ইসলাম, রকিবুল ইসলাম ঐতিহ্য, ফরিদা পারভীন, রফিকুল ইসলাম সবুজ, রাইসা নাসের। এছাড়াও, বিজয় একাত্তর হল সংসদের সহসাধারণ সম্পাদক আবু ইউনুসসহ বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সুপ্রিয়া সাহা।

এই পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে (১০.১.২০২০ থেকে ১০.৪.২০২০) তিন মাসের জন্য ১০০ জন সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল কাজ করবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে ১০০ সদস্যের স্বেচ্ছাসেবক দল নির্বাচন করা হয়েছে।

৮ জানুয়ারি সিনেট ভবনে স্বেচ্ছাসেবকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ঢাবি উপাচার্য উপস্থিত থেকে তাদের কাজের দিক নির্দেশনা প্রদান করবেন।

উল্লেখ্য, পুরো ক্যাম্পাসে ৫০ টি বিন স্থাপন করা হবে। ঢাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এই বিন সরবারহ করা হচ্ছে৷ ১০ জানুয়ারি থেকে স্বেচ্ছাসেবকগন বিশ্ববিদ্যালয়ে ৮টি জোনে দায়িত্ব পালন করবে। প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা প্রথম শিফট ও বিকাল ৪ টা থেকে ৬টা দ্বিতীয় শিফটে স্বেচ্ছাসেবকেরা সচেতনতামূলক প্রচারণার দায়িত্ব পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়