শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ সুরের পাখি বুলবুলের জন্মদিন

সময় টিভি : বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্মদিন আজ। সুরের কারিগর এ কিংবদন্তি গেল বছরের ২২ জানুয়ারি পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। তবে তিনি না থাকলেও গানের এ পুরুষ সুরের পাখি বুলবুল বাংলা গান যতদিন থাকবে তত দিনই গানের সুরে বেঁচে থাকবেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্মদিনে তাকে স্মরণে করে গান গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে গানটি প্রকাশ করবে লেজার ভিশন। রাজীব গান প্রসঙ্গে বলেন, বুলবুল স্যার বাংলা গানের প্রাণপুরুষ। তার অসাধারণ মৌলিক সৃষ্টিতে বাংলা গান বিশ্বে বেশ সমৃদ্ধ। গানটি করেছি মুরাদ নূরের উদ্যোগে।

বাংলাদেশের খ্যাতমানা গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ২২ জানুয়ারি ৬৩ বছর বয়সে তার মৃত্যু হয়।

মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সঙ্গীতে অনন্য অবদানের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

সত্তরের দশকের শেষদিকে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে সিনেমায় কাজ শুরু করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনশ’রও বেশি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন। দু বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

প্রথমটি প্রেমের তাজমহল এবং দ্বিতীয়টি হাজার বছর ধরে ছবির জন্য। সব কটা জানালা খুলে দাও না, ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য গানগুলো বাংলাদেশ ইতিহাসের অংশ হয়ে আছে। অনুলিখন: আইনুন নিশাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়