শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকে অস্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে ৪ হাজার সেনা

রাশিদ রিয়াজ : মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ এবং হামলার পর বাগদাদের আকাশে মার্কিন জঙ্গি হেলিকপ্টার এ্যাপাচি শোডাউন করে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আরো চার হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় চার হাজার সেনাকে সম্ভাব্য মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রয়েছে। সিএনএন/ফক্স

চার মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জানান, অন্তত ৫০০ প্যারাট্রুপার কুয়েতে পৌঁছেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে জানান, অন্তত ৭৫০ প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে দ্রুত মোতায়েনের জন্য পাঠানো হয়েছে। ইমিডিয়েট রেসপন্স ফোর্স বা আইআরএফ’র আরো বাড়তি সেনা মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। বাগদাদে আমরা যা দেখেছি তাতে মার্কিন সেনা এবং দূতাবাস রক্ষার জন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে। বাগদাদে এধরনের বিক্ষোভের জন্যে ইরানকে এক টুইট বার্তায় দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মঙ্গলবার বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে হাজার হাজার ইরাকি বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে মার্কিন সেনারা টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ছোঁড়ে। এতে বিক্ষোভকারীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় মার্কিন এ্যাপাচি হেলিকপ্টার আকাশে টহল দিতে থাকে। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির একটি কেন্দ্রে মার্কিন ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা দেশটিতে মার্কিন দূতাবাস বন্ধ এবং মার্কিন সেনা বহিষ্কারের জন্য সংসদের কাছে দাবি জানান।

বাগদাদে বিক্ষোভের প্রেক্ষিতে অন্তত ১শ মার্কিন নৌ সেনা কুয়েত থেকে এমভি-২২ অসপ্রে বিমানে চড়ে দূতাবাসে এসে পৌঁছায়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ মুহুর্তে ইরাক থেকে মার্কিন দূতবাস খালি বা দেশটির কোনো সেনা প্রত্যাহারের বিষয়টি নাকচ করে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়