শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০ সালকে ফুটবলের বছর হিসেবে ঘোষণা করলেন জামাল

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ জানুয়ারী থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের মাধ্যমে মাঠে নামবে খেলোয়াড়রা। এবছর এটিই শেষ নয় দেশের মাটিতে আছে বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচও। আর এ নিয়ে বছরের শুরুতেই শুভেচ্ছা বার্তার পাশাপাশি ফুটবল ম্যাচগুলোর কথা দেশবাসীকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্ট থেকে বলা এক বার্তায় সবাইকে মাঠে এসে খেলা দেখার জন্যও অনুরোধ করেন এ তারকা।

নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে মাঠে এসে খেলা দেখার ব্যাপারে জামাল ভূঁইয়া বলেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে ঘরের মাঠে হওয়া সবগুলো ম্যাচ মাঠে বসে দেখতে পারেন।’

এছাড়া গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমাদের ফুটবলের জন্য ২০১৯ সালটা খুবই প্রতিশ্রুতিশীল ছিলো। মাঠের খেলায় আমরা ইতিবাচক প্রদর্শনী করেছি এবং বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোতে সামর্থ্যের প্রমাণ দিয়েছি। নতুন বছরে বাছাইপর্বে ঘরের মাঠের ম্যাচগুলোর জন্য আমি অপেক্ষায় আছি।’

দেশের মাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের কথা উল্লেখ করে ২০২০ সালকে ফুটবলের বছর হিসেবে উল্লেখ করেন তিনি, ‘এছাড়া দুই সপ্তাহ পরই শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ। মাঠে নামতে মুখিয়ে আছি। সবমিলিয়ে আমি ২০২০ সালের জন্য উত্তেজিত। কারণ আমি বিশ্বাস করি ২০২০ সালটা হবে বাংলাদেশ ফুটবলের বছর।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়