শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব

রাকিব উদ্দীন : গত দশ বছরের পারফরম্যান্সের উপর ভিত্তি করে দশক সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিদের সাথে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকইনফোর প্রকাশিত একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা ও প্রোটিয়া ওপেনার হাশিম আমলাকে। একাদশের তিনে আছেন বিরাট কোহলি। গত দশ বছরে ২২৬টি ওয়ানডেতে ৬০.৬৫ গড়ে ১১ হাজার ৪০ রান করেন তিনি।

একাদশের চারে আছেন ডি ভিলিয়ার্স। গত দশ বছরে ১৩৫ ওয়ানডে খেলে ৬৪.২০ গড়ে ছয় হাজার ৪৮৫ রান করেন এ তারকা। পাঁচ নম্বরে আছেন কিউই ব্যাটসম্যান রস টেলর। ছয়ে জায়গা করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিবের স্থান হয়েছে সাত নম্বরে। গত দশ বছরে ১৩১টি ওয়ানডেতে ৩৮.৮৭ গড়ে চার হাজার ২৭৬ রান করেন তিনি। বল হাতে নেন ১৭৭টি উইকেট। একাদশে একমাত্র বাংলাদেশি তিনি।

এরপরে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক, শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ও প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির।

একনজরে ক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশ : হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট উইকেট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়