শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৪১ সালে উন্নত বাংলাদেশের সুফল ভোগ করবে শিক্ষার্থীরা, বই উৎসবের অনুষ্ঠানে বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

মহসীন কবির: বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বই বিতরণ উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। যমুনা টিভি ও বাংলানিউজ

তিনি বলেন, আগামী দিনে এই শিক্ষার্থীরা জাতি ও দেশ গঠনে নেতৃত্ব দেবে। আমি তোমাদের অনুরোধ করবো, ভালোভাবে লেখাপড়া করে ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। যাতে করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি। জাতির পিতার উন্নত বাংলাদেশের কারিগর হবে তোমরা। এখানে যারা শিক্ষকরা আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে সবাই মিলে তার রক্তের ঋণ শোধ করবো।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সম্ভাব্য শিশুর সংখ্যা দুই কোটি দুই লাখ ৮৪ হাজার ৫১ জন। প্রাক প্রাথমিকের সম্ভাব্য শিশুর সংখ্যা ৩২ লাখ ৭১ হাজার ৫৭৮ জন। ২০২০ সালের জানুয়ারি মাসে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া সব শিক্ষার্থীর কাছে বই বিতরণের জন্য প্রাক প্রাথমিক শ্রেণির ৩৩ লাখ ৩৭ হাজার ৬৩৮টি আমার বই এবং ৩৩ লাখ ৩৭ হাজার ৬৩৮টি অনুশীলন খাতা মুদ্রণ করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য সর্বমোট ২৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয়েছে।

এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাকমা, মারমা, গারো, ত্রিপুরা ও সাদরি ভাষায় প্রণীত প্রাক-প্রাথমিক শ্রেণির আমার বই ২৮ হাজার ৭৩৫টি, অনুশীলন খাতা ২৮ হাজার ৭৩৫টি এবং প্রাথমিক স্তরের প্রথম শ্রেণির পাঠ্যপুস্তক ৭৪ হাজার ৮৪৭টি, দ্বিতীয় শ্রেণির পাঠ্যপুস্তক ৭৩ হাজার ৬৩৫টি এবং তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তক ২৪ হাজার ১৫১টি মুদ্রণ করা হয়েছে। এসব বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়