শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় সবার নীচে কলকাতা!

রাশিদ রিয়াজ : এই তালিকা কলকাতার জন্য বয়ে আনছে লজ্জা। ভারতের কেন্দ্রীয় সরকারের পরিচ্ছন্নতার এই সমীক্ষা অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকের তালিকার একেবারে শেষে কলকাতা! ১০ লাখের বেশি মানুষের বসবাস, এমন শহরের মধ্যে এই তালিকা তৈরি হয়েছে। টানা চারবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় প্রথম স্থান ধরে রাখল ইন্দোর। ১০ লাখের বেশি মানুষের বসবাস, এমন শহরের মধ্যে এই তালিকা তৈরি হয়েছে। পাশাপাশি এই তালিকা কলকাতার জন্য বয়ে আনছে লজ্জা। কেন্দ্রীয় সরকারের পরিচ্ছন্নতার এই সমীক্ষা অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে তালিকার একেবারে শেষে রয়েছে কলকাতা! ‘স্বচ্ছ সার্ভেক্ষণ লিগ ২০২০'-র হিসেব অনুযায়ী প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) ভোপাল দ্বিতীয় স্থান‌ে। পরের ত্রৈমাসিকের হিসেবে (জুলাই থেকে সেপ্টেম্বর) দ্বিতীয় স্থানে রয়েছে রাজকোট। প্রথম ত্রৈমাসিকে তৃতীয় সুরাত। পরের ত্রৈমাসিকে সেই স্থানে নবি মুম্বাই।
দ্বিতীয় ত্রৈমাসিকে ভদোদরা রয়েছে চতুর্থ স্থানে। তারপরেই ভোপাল, আমেদাবাদ, নাসিক, গ্রেটার মুম্বই, এলাহাবাদ ও লখনউ।

দ্বিতীয় ত্রৈমাসিকে ক্যান্টনমেন্ট বোর্ডের তালিকায় প্রথমেই রয়েছে দিল্লি ক্যান্টনমেন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ঝাঁসি ক্যান্টনমেন্ট ও জলন্ধর ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট বোর্ডের তালিকায় হায়দ্রাবাদ সবচেয়ে নীচে। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়