কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে, দেশের সংবাদপত্রে কার্টুন সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। দেশে বাক স্বাধীনতা কতটুকু এটা হতে পারে একটি ইনডেক্স। সংবাদপত্রে কার্টুনের মাধ্যমে অনেক রূঢ় সত্য সমালোচনা ব্যাঙ্গাত্বকভাবে তুলে ধরা কার্টুনের প্রধান বৈশিষ্ট। বলতে পারা আর লিখতে পারার স্বাধীনতা না থাকলে দেশে সৃষ্টিশীল মানুষ তৈরী হবে না। দেশে সৃষ্টিশীল মানুষের অভাবই প্রমান করে দেশে সৃষ্টিশীল মানুষ তৈরির পরিবেশ অনুপস্থিত।
শিক্ষিত মানুষ ‘বাই ডিফল্ট প্রতিবাদী। দেশ রক্ষার অবৈতনিক প্রহরী! আর আমাদের শিক্ষিত মানুষ হয়ে যাচ্ছে ‘বাই ডিফল্ট’ গৃহপালিত। এটা খুবই এলার্মিং!