শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো ছাত্রলীগে চালু হচ্ছে বিশেষ অরিয়েন্টেশন কোর্স

ইয়াসিন আরাফাত : ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনটির সারাদেশের নেতাদের জন্য আজ থেকে শুরু হচ্ছে ছাত্রলীগের বিশেষ এই কোর্স। সাংগঠনিক দক্ষতা অর্জন, সংগঠনের আদর্শ উদ্দেশ্য, ছাত্র রাজনীতি চর্চা, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ এসব বিষয়ে ছাত্রলীগকে এই ওরিয়েন্টেশন দিবেন দেশ বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিক ও বিশিষ্টজনেরা। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে ৩দিনব্যাপী চলবে এ অরিয়েন্টশন কোর্স।

এর আগের ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে গত সোমবার বেলা ১২টার দিকে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য, ঢাবি সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

আল নাহিয়ান খান বলেন, ১ জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রতি সপ্তাহে এ অরিয়েন্টেশন কর্মসূচী চলবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে পারবেন। সারাদেশের সকল নেতাকর্মীদের জন্য এটি উম্মুক্ত থাকবে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হবলও আগামীতে সারাদেশে, সকল ইউনিটে ওরিয়েন্টেশন কোর্স চালু করা হবে জানান তিনি। এই ওরিয়েন্টেশন কোর্স জ্ঞানভিত্তিক এবং মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিকশিত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়