শিরোনাম

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বছরে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে চায় বিএনপি

মাজহারুল ইসলাম : বিএনপি নেতারা মনে করেন জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ারও বিকল্প নেই। জানা যায়, বিএনপির ৮১টি সাংগঠনিক জেলার মধ্যে ৪০টিতে আহবায়ক কমিটি দেয়া হয়েছে। ছাত্রদলসহ কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনেও নতুন নেতৃত্ব আনা হয়েছে। তবে দল পুরোপুরি গোছানোও সম্ভব হয়নি। কিন্তু যতটুকুই গোছানো হয়েছে তাতেও বিএনপি কার্যকর বা শক্তিশালী হতে পারেনি।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, গেলো বছরটি ছিলো গণতন্ত্র হত্যার বছর। মানুষের অধিকারকে কেড়ে নেয়ার বছর। নতুন বছরে আমরা সবসময়ই নতুন করে ভাবতে চাই। নতুন করে স্বপ্ন দেখতে চাই। সংগঠনকে শক্তিশালী করতে চাই। এ জন্য সব দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপির সামনে প্রধানত দুটি চ্যালেঞ্জ। প্রথমটি হলো, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। দ্বিতীয়টি হলো, আন্দোলনের মাধ্যমে ভোটারবিহীন সরকারকে অপসারণ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ। এর মধ্যে অন্যমত প্রধান হলো, দলের ভিতরে ঐক্য ও পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস। সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিশেষ করে দুই শীর্ষ নেতার অনুপস্থিতিতে সামনে দলের ভিতরে-বাইরে ঐক্য ধরে রাখাও বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। বেগম জিয়ার মুক্তি দাবিতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলন কর্মসূচি জোরদার করা দরকার। আসন্ন সিটি করপোরেশন ভোটসহ সামনের স্থানীয় সরকারের সব নির্বাচনে দলকে জয়ী করাও বিএনপির সামনে চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

এ প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, শুধু বেগম জিয়ার মুক্তি দাবিতে নয় জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিএনপিকে আন্দোলনে যেতে হবে। বিএনপি নেতাদের দম্ভ-অহমিকা ছেড়ে সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিএনপির ভিতরে সিনিয়র নেতৃত্বে চরম মতবিরোধ চলছে। বিশেষ করে লন্ডনের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে ঢাকার সিনিয়র নেতাদের অনেকেই একমত হতে পারছেন না। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বিএনপিতে এখন একক সিদ্ধান্তই গুরুত্ব পাচ্ছে। স্থায়ী কমিটির সদস্যদের পাশ কাটিয়েই সিদ্ধান্ত হচ্ছে। দলের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তই জানে না স্থায়ী কমিটি। আর তাই কেউ কেউ রাজনীতি ছেড়ে অবসরের চিন্তাভাবনাও করছেন। সম্পাদনা : ইয়াসিন আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়