শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলের জিএম পশ্চিম পদে কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ

আনিস তপন: আইন বা বিধির ব্যত্যয় ঘটিয়ে রেলওয়ের পশ্চিম মহাব্যবস্থাপকের (জিএম) মত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হয়েছে জুনিয়র কর্মকর্তাকে। সম্প্রতি সিনিয়র তিন কর্মকর্তাকে ডিঙ্গিয়ে এ নিয়োগ দেয়ায় অভিযোগ উঠেছে এই পদায়নে মানা হয়নি রেলওয়ে রিক্রুটমেন্ট রুলস।

অতিরিক্ত মহাপরিচালক বা সমপর্যায়ের মহাব্যবস্থাপক পদে নিয়োগের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে : প্রকৌশল) ক্যাডারভূক্ত পুরকৌশল বিভাগের রিক্রুটমেন্ট রুলসে বলা হয়েছে, বিসিএস (রেলওয়ে : পুরকৌশল) ক্যাডারভূক্ত পুরকৌশল এবং সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের ৩য় স্কেলভূক্ত কর্মকর্তাদের মধ্য থেকে জোষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য।

জানাগেছে, সম্প্রতি ৭ম, ৮ম ও ৯ম বিসিএস পদের তিন কর্মকর্তাকে ডিঙ্গিয়ে রেলওয়ে পশ্চিম জোনের জিএম পদে নিয়োগ দেয়া হয় বিসিএস ১০ম ব্যাচের কর্মকর্তা মিহির কান্তি গুহকে।

এই নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কিনা জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, এটা একদিকে অনিয়ম হলেও অপর দিকে অনিয়ম নয়। কারণ জিএম এর পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব সময়ই এই পদে দক্ষতা, যোগ্যতাসহ সবদিক বিবেচনায় নিয়ে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হয়। সেই বিবেচনায় মিহির কান্তি গুহকে জিএম পদে নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, বর্তমান সরকার রেল যোগাযোগ উন্নয়নে ও সারাদেশে নিরাপদ, সুলভ, সাশ্রয়ী ও আরামদায়ক পরিবহন হিসেবে মানুষের কাছে প্রমাণ করতে চাইছে। সেই মূহুর্তে অনভিজ্ঞ জুনিয়র কর্মকর্তার নিয়োগ দেয়ায় দূর্ঘটনাসহ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

একাধিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, জিএম পদটি সরকারের দুই নম্বর গ্রেডভূক্ত হওয়ায় একই গ্রেডের কর্মকর্তা নিয়োগ দেয়ার বিধান রয়েছে। তবে উপযুক্ত গ্রেডের কর্মকর্তা পাওয়া না গেলে তৃতীয় গ্রেডের টপ মোস্ট সিনিয়র কর্মকর্তাদের চলতি দায়িত্ব দিয়ে এ পদে নিয়োগ দেয়া হয়। সেক্ষেত্রে পরবর্তীতে এসএসবির মাধ্যমে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের এ পদে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়। এতদিন জিএম পদে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং ও ট্রান্সপোর্টেশন ভূক্ত ক্যাডার সার্ভিসের টপ মোস্ট সিনিয়র কর্মকর্তাদের নিয়োগ দেয় হলেও এবার ৩য় গ্রেডের ৭ম বিসিএস ক্যাডারভূক্ত মো. আবুল কালাম, ৮ম বিসিএস ক্যাডারভূক্ত মোহাম্মদ হাসান মনসুর ও ৯ম বিসিএস ক্যাডারভূক্ত ধীরেন্দ্র নাথ মজুমদারকে ডিঙ্গিয়ে ১০ম বিসিএস ক্যাডারভূক্ত মিহির কান্তি গুহকে রেলওয়ের পশ্চিম জোনের জিএম হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দেয় রেল প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামছুজ্জামান বলেন, কাউকে ডিঙ্গিয়ে করা হয়নি। কারণ উল্লেখিত কর্মকর্তাদের আগেই প্রকল্পের পদে যা ২য় গ্রেড সমতুল্য পদে পদোন্নতি দেয়া হয়েছে। প্রকল্পের পদগুলিও তো এক একটা পদ। তাই মিহির কান্তি গুহকে জিএম পদে পদোন্নতি দেয়াতে কোনো অনিয়ম হয়নি। নিয়মতান্ত্রিকভাবেই তাকে নিয়োগ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়