শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুশাসন প্রতিষ্ঠাকে আগামী বছরের চ্যালেঞ্জ বলে মনে করেন সেতুমন্ত্রী

আনিস তপন: গণতন্ত্র সুসংহত করা ও সুশাসন প্রতিষ্ঠা সরকারের আগামী বছরের চ্যালেঞ্জ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমাপ্ত বছরের ব্যর্থতাকে বিশ্লেষণ করে সাফল্যের তাগিদে এগিয়ে যাবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

বিগত বছরে সরকারের সাফল্য যেমন আছে ব্যর্থতাও আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এর পাশাপাশি সব মেগাপ্রকল্পকে এগিয়ে নিয়ে যাবে সরকার। এরই মধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম চার লেন প্রকল্প, বঙ্গবন্ধু কর্ণফুলি ট্যানেল, সড়ক-জনপথের উন্নয়নসহ এমন মেগা প্রকল্পগুলোর দৃশ্যমান অনেক কাজ হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দল থেকে মনোনয়ন দেয়া ঢাকার দুই সিটি করপোরেশনের কাউন্সিলর পদে নির্বাচিতদের বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। তাদের পরিবর্তনের সুযোগ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত রয়েছে।

দুই সিটি করপোরেশনের নির্বাচনকে নতুন বছরে প্রথম চ্যালেঞ্জ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হবে। আমরা জয়ের জন্য কাজ করছি। ফিল্ডওয়ার্ক শুরু করেছি। প্রার্থীতা প্রত্যাহারের চূড়ান্ত সময় পার হওয়ার পরই দলের সবাই মিলে মাঠে নেমে পড়বো। তবে যে কোন ফলাফল মেনে নিতে প্রস্তুত বলেও এসময় জানান মন্ত্রী। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়