শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের শেষটা দেখে ছাড়ব, বললেন তাবিথ আউয়াল

যুগান্তর ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, যত প্রতিকূল অবস্থাই আসুক না কেন এবার মাঠ ছাড়বেন না। নির্বাচনের শেষটা দেখে ছাড়বেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর এসব কথা বলেন তিনি।

এবার কিছুতেই মাঠ ছাড়বেন না জানিয়ে তাবিথ বলেন, গতবার পরিস্থিতি অনুকূলে ছিল না। জনগণ ভোটদানে বাধাপ্রাপ্ত হয়েছে। সেজন্য নির্বাচন বর্জন করেছিলাম। এবার শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। শেষটা দেখে ছাড়ব।

তিনি বলেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। সেই মোতাবেক আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমাদের সন্দেহ আছে। নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস। আশঙ্কা থাকলেও চেষ্টা করছি শেষ পর্যন্ত মাঠে থাকার।

ইভিএম বাদ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, গতবার বিতর্কিত নির্বাচন হয়েছে, নগরবাসী দেখেছে। তাই ইভিএমে যেন ভোট না হয়, সেটি আমরা বলেছি।

‘ইভিএম নিয়ে কমিশন আমাদের সঙ্গে বসবে। আমরা আশা করি, ইভিএমে ভোট না করার ব্যাপারে তাদের কনভিনস করতে পারব’-যোগ করেন তাবিথ।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়