শিরোনাম

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপমুক্ত করতেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে মুজিবকে নামানো হয়

নিজস্ব প্রতিবেদক : পুরো ইনিংসজুড়ে ঝলমলে ব্যাটিং করা ডেভিড মালান ফিরলেন রান আউট হয়ে। জিততে হলে শেষ বলে কুমিল্লার দরকার ছিলো ৪ রান। ওই সময় ব্যাটিং অর্ডার অনুযায়ী ক্রিজে নামার কথা সানজামুলের। কিন্তু হঠাৎ ক্রিজে নেমে চার মেরেই দল জেতালেন মুজিবুর রহমান। কিন্তু কেন্তু মুজিব এলেন? জানা গেলো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে।

সানজামুল মাঠে ঢুকতে যাচ্ছিলেন, ওই সময় তাকে থামিয়ে দেয়া হয়। ড্রেসিংরুম থেকে দ্রুত গতিতে বের হয়ে মাঠে গেলেন মুজিব। কুমিল্লার ম্যানেজমেন্ট জানালো, ‘নার্ভ বা চাপের কারণেই সানজামুলকে নামানো হয়নি। চাপমুক্ত রাখতে নামানো হয়েছিলো মুজিবকে।

এমনিতে ব্যাটিং সামর্থ্যে এগিয়ে রাখতে হবে হয়তো সানজামুলকেই। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিনি ব্যাট হাতে পারফর্ম করেন নিয়মিতই। মূলত বাঁহাতি স্পিনার হলেও অনেক সময় ব্যাট করেছেন টপ ও মিডল অর্ডারে। ব্যাট হাতে মুজিবের দক্ষতার প্রমাণ তেমন একটা মেলেনি আগে।

কিন্তু শেষ বলে ব্যাটিং সামর্থ্যের চেয়েও জরুরী চাপে ভেঙে না পড়া। কুমিল্লার টেকনিক্যাল পরামর্শক মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, মূলত সে কারণেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল।

‘মুজিবকে আমরা নামিয়েছি নার্ভের কারণে। শেষ বলে নার্ভ ধরে রাখা গুরুত্বপূর্ণ। মুজিব বিশ্ব জুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে। চাপের মুহূর্তে অনেক খেলেছে, জানে কিভাবে সামলাতে হয়। সানজামুল নেমে যাওয়ার সময় আমাদের ট্রেনার তুষার প্রথমে বিষয়টি তুলে ধরেন। আমাদেরও তাৎক্ষনিক মনে ধরে যায় তার ভাবনা। মুজিব প্রস্তুতই ছিল, দ্রুত সানজামুলকে ফিরিয়ে ওকে নামানো হয়। ফলও পেয়েছি আমরা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়