শিরোনাম

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৯ সালে ১৫ লাখ বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেওয়া হয়েছে, বললেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি

জেরিন : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, ভারতীয় ভিসা এখন অনেক সহজ করা হয়েছে। অন্য বছরে দেখা যেত সাত থেকে আট লাখ মানুষ ভিসা পেয়েছেন। কিন্তু প্রক্রিয়া সহজ করার কারণে ২০১৯ সালে ১৫ লাখ ভিসা ইস্যু করা হয়েছে। সময়টিভি

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে তিন মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের মাল্টিপল ভিসা প্রদান অনুষ্ঠানে একথা বলেন ভারতীয় হাইকমিশনার।

রীভা গাঙ্গুলি বলেন, পাশাপাশি দুই দেশ, বিশাল বর্ডার। আমরা চাই দুই দেশের যাতায়াত বাড়ুক। এজন্য ভিসা প্রক্রিয়া সহজের পাশাপাশি ১৫টি ভিসা সেন্টার চালু করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে ভারত অবশ্যই অর্থনৈতিকভাবে লাভবান হবে। কারণ অনেক মানুষ সেখানে শপিং করতে যান।

হাইকমিশনার বলেন, এখন কারও ভিসা প্রত্যাখান করা হয় না। অ্যাপ্লাই করলেই আমরা ভিসা দিয়ে দিচ্ছি। আমরা চাই, দুই বন্ধু দেশের বন্ধন অটুট থাকুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়