শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের শুরুতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা

জেরিন মাশফিক : নতুন বছরের শুরুতেই আবার বৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২ জানুয়ারি রাত থেকে আবারও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে দু’দিন। এতে তাপমাত্রা আবার কমে গিয়ে দেশের বেশিরভাগ অঞ্চলে শৈত্যপ্রবাহের শঙ্কা প্রকাশ করছে আবহাওয়া অফিস। সময় টিভি

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, তাপমাত্রা গতকালের তুলনায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আরও বেড়েছে। অনেক এলাকায় শৈত্যপ্রবাহ কমে এসেছে। আগামী দু’দিন শৈত্যপ্রবাহ কমে আসবে কিন্তু আগামী দুই ডিসেম্বর রাত থেকে বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ২ তারিখ রাত থেকে ৩ তারিখ এবং ৪ তারিখও এই বৃষ্টি থাকতে পারে। তিনি জানান, বৃষ্টি কোথাও গুঁড়ি গুঁড়ি হবে আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বর্তমানে টাঙ্গাইল, মৌলভীবাজার, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়